13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বান্ধবী বলে মুসলিম সমাজে কিছু নেই

admin
November 21, 2015 5:15 pm
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক: সাইবার অপরাধ মামলার শুনানিতে পাকিস্তানের সুপ্রিম কোর্ট মন্তব্য করেছেন বান্ধবী বলে মুসলিম সমাজে কিছু নেই। এটা পশ্চিমা ধারণা। ১৯ নভেম্বর বৃহস্পতিবার সাইবার অপরাধ মামলার শুনানিতে এ মন্তব্য করা হয়। খবর ডন নিউজের।

মুনির নামের এক তরুণ তার বান্ধবীর ছবি জাল করে ফেসবুকে আইডি তৈরি করেছিল। পরে সেই আইডি দিয়ে বহু ছবি পোস্ট করে বান্ধবীকে হয়রানি করেছিল মুনির। পুলিশ মুনিরকে গ্রেফতার করে।

মুনির এ মামলায় জামিন আবেদন করেন। জামিন শুনানির সময় মুনিরের বান্ধবী মুনিরের পক্ষে সাফাই দেন। কিন্তু আদালত এতে সন্তুষ্ট হতে পারেনি।

আদালত মুনিরের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করার নির্দেশ দেয় পুলিশকে। এবং এর জন্য ১৪ দিনের সময়সীমা বেধে দেয়া হয়। মামলাটি নিম্ন আদালতে ছয় মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।

http://www.anandalokfoundation.com/