স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতীর জনক বঙ্গবন্ধুর দেশপ্রেম আত্মত্যাগ, নীতি আদর্শ এ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে পারলেই স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করা সম্ভব। এ লক্ষ্যেই সোমবার দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জে “প্রজন্মের ভাবনায় বঙ্গবন্ধু” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্ম শত বার্ষিকী উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ আলোচনার সভা অনুষ্ঠিত হয় ।
সোমবার বেলা ১ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ আনোয়ারুল আজীম আনার। বিশেষ অতিথির বক্তৃতা করেন ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ,উপজেলা চেয়ারম্যান এস এম.জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহা,কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতীর জনক বঙ্গবন্ধুর দেশপ্রেম আত্মত্যাগ, নীতি আদর্শ এ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,শিক্ষার্থী,উন্নয়নকর্মীসহ সূধীজনেরা অংশ গ্রহন করেন।