14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

অনির্দিষ্টকালের জন্য পেট্রাপোল সীমান্ত বন্ধের হুশিয়ারি

নারায়ন দেবনাথ
December 3, 2024 11:16 am
Link Copied!

অবিলম্বে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে মুক্তি এবং বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ না হলে জানুয়ারি মাস থেকে অনির্দিষ্টকালের জন্য পেট্রাপোল স্থলবন্দর বন্ধ করে দিয়েছেন প:বঙ্গ বিধানসভার বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী। সীমান্ত বন্ধের হুশিয়ারি

গতকাল ২ ডিসেম্বর পেট্রাপোল সীমান্তে বিক্ষোভ সমাবেশে তিনি এমন হুশিয়ারি দেন।

আজ সকাল ৬টা থেকে পেট্রাপোল সীমান্তে সব ধরনের আদান-প্রদান বন্ধ রয়েছে। আজকের অবরোধে বিজেপি ৬জন বিধায়ক এবং অসংখ্য কর্মীরা উপস্থিত ছিলেন।

সীমান্তের জিরো পয়েন্টে আয়োজিত এই অবরোধে শুভেন্দু অধিকারী বলেন বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারে অনতিবিলম্বে জাতিসংঘের হস্তক্ষেপের জন্য আর্জি জানান। তিনি আরও বলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের ১৭ হাজার সেনা জোয়ান আত্মত্যাগ করে দেশকে স্বাধীন করে দিয়েছিলো আর আজকে বাংলাদেশে ভারতের পতাকাকে অসম্মান করা হচ্ছে।এইজন্য বাংলাদেশকে হুশিয়ারি উচ্চারণ করে বলেন ভারতের জাতীয় পতাকা অসম্মানের জন্য ইউনুস সরকারকে অনেক বড় মূল্য দিতে হবে।

সীমান্তের জিরো পয়েন্টে শুভেন্দু অধিকারী গ্যাস বেলুনে চিন্ময় প্রভুর ছবি লাগিয়ে শূন্যে উড়িয়ে দেন।

একই সাথে মুম্বাইয়ে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরঙ্গ বলির উদ্যোগে এক প্রতিবাদ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে।সেখানেও অবিলম্বে চিন্ময় কৃষ্ণ প্রভুকে মুক্তি এবং বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন নিপীড়ন বন্ধের আহ্বান জানানো হয়েছে।

এছাড়া প্রায় প্রতিদিন প:বঙ্গের বিভিন্ন এলাকায় বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে মিছিল মিটিং অনুষ্ঠিত হচ্ছে।গতকাল নদীয়ার মায়াপুরে পৃথিবীর সর্ববৃহৎ ইসকন মন্দির এলাকায় ভক্তরা প্রতিবাদ মিছিল করেছেন।

http://www.anandalokfoundation.com/