এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা প্রতিনিধি ॥ ‘‘শেখ হাসিনার উদ্যোগে, ঘরে ঘরে বিদ্যুৎ, অন্ন চাই, বস্ত্র চাই, চাকুরীতে পূনর্বহাল চাই’’- শ্লোগানে সারা দেশের ন্যায় দুই দিন ব্যাপী পূর্ব ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে পাটকেলঘাটার সাতক্ষীরা পল্লীবিদ্যুৎ সমিতির সদর দপ্তর প্রাঙ্গণে অবৈধ ছাটাই বন্ধ এবং চাকুরী স্থায়ী করণের দাবিতে অবস্থান ধর্মঘট পালিত হয়েছে।
বুধবার সকাল ৯ টায় পবিসের ভেতর শান্তিপুর্ণ অবস্থান ধর্ম কর্মসূচীতে সমিতির কর্তব্যরত কর্মকর্তাবৃন্দের বাধার মুখে প্রধান গেটের সামনে মাথায় কাফনের কাপড় বেধে অবস্থান নেয়। মিটার রিডার ও ম্যাসেঞ্জার কর্মচারীলীগ’র আয়োজনে পবিসের খুলনা বিভাগীয় সিনিয়র সহ-সভাপতি আতিয়ার রহমানের নেতৃত্বে অবস্থান ধর্মঘট অনুষ্ঠানে তালা উপজেলা আ’লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম তাদের ন্যায্য ও যুক্তিসংগত দাবি উল্লেখ করে পাশে থাকার আহবান জানান। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মিটার রিডার রবিউল ইসলাম, পলাশ বিশ্বাস প্রমুখ।
বক্তারা বলেন, কোনো প্রকার ঘোষণা ছাড়াই একেবারে অযৈাক্তিক, অমানবিকভাবে সারাদেশে ম্যাসেঞ্জার ও মিটার রিডার কর্মচারীদের একযোগে ছাটাই করা হচ্ছে। চুক্তিভিত্তিক হলেও ৫৫ বছর বয়স পর্যন্ত আমাদের চাকুরীর সুযোগ রয়েছে। অথচ একটি কুচক্রীমহলের কুপরামর্শে এ পর্যন্ত এখানে ২০ জনকে ছাটাই করা হয়েছে এবং পর্যায়ক্রমে তা করা হবে। এ অবস্থা চলতে থাকলে আমাদের রুটি রুজির উপর আঘাত পড়বে এবং রাস্তায় এসে দাড়ানো ছাড়া কোনো উপায় থাকবে না।