পাইকগাছায় উপজেলা নার্সারি মালিক সমবায় সমিতি লিমিটেডের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত উৎসবমুখর পরিবেশে গদাইপুর ইউনিয়নের মহিলা মাদ্রাসা প্রাঙ্গণে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ৪৩৯জন ভোটারের মধ্যে ৪২২ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
উপজেলা নার্সারি সমিতির নির্বাচিতরা হলেন সভাপতি পদে শেখ জিয়াউর রহমান (ছাতা মার্কা), সহ-সভাপতি পদে মোঃ আসাদুল ইসলাম (কলস মার্কা), সাধারণ সম্পাদক পদে কামাল সরদার (তালাচাবি মার্কা), কোষাধ্যক্ষ পদে
শফিয়ার রহমান মেঝভাই (মোরগ মার্কা), সদস্য পদে রাজীব গাজী (কলম মার্কা), মোঃ জিল্লুর রহমান (হাতি মার্কা)।
এ নির্বাচনে ৬টি পদে মোট ১২জন প্রার্থী প্রতিদ্বন্ধিসঢ়;দ্বতা করেছেন। ২জন সদস্য সহ ৬সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। নির্বাচনে দায়িত্ব পালন করেন উপজেলা
সমবায় কর্মকর্তা মোঃ বেনজির আহমেদ,সহকারী সমবায় অফিসার দীপন জোয়াদ্দার, কাজী শাখাওয়াৎ হোসেন
পাপ্পু, হেকমত আলী, মোঃ মিনারুল ইসলাম, আকরামুল ইসলাম।