বিশেষ প্রতিবেদকঃ বাংলাদেশের নির্বাচনে সহিংসতার শান্তিপূর্ণ সমাধানে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকবে বললেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাট।
শনিবার দুপুরে রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউটে এক অনুষ্ঠানে তিনি আরো বলেন, নির্বাচনে সহিংসতার শান্তিপূর্ণ সমাধানে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকবে।
বাংলাদেশে নির্বাচনে সহিংসতা সংক্রান্ত সমস্যার সমাধান রাতারাতি সম্ভব নয়, এজন্য রাজনৈতিক বিরোধ নিষ্পত্তিতে ইতিবাচক পরিবেশ সৃষ্টি করতে হবে এমন মন্তব্য করেছেন তিনি।
তিনি বলেন, ‘বিরোধ নিষ্পত্তির জন্য লেগে থাকার জন্য একটি ইতিবাচক মানসিকতার দরকার। নির্বাচনে সহিংসতা সংক্রান্ত সমস্যার সমাধান রাতারাতি সম্ভব হবে না। বাংলাদেশ এই যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক অত্যন্ত শক্তিশালী ও আরও শক্তিশালী হচ্ছে। সমস্যার শান্তিপূর্ণ সমাধান খুঁজে পেতে যুক্তরাষ্ট্র সরকার আপনাদের পাশে রয়েছে।’