13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন সরেজমিনে অভিজ্ঞতা দি নিউজ টিমের

Brinda Chowdhury
February 1, 2020 10:23 pm
Link Copied!

রাই-কিশোরীঃ ঢাকা উত্তর ও দক্ষিন সিটি কর্পোরেশন নির্বাচনে পর্যবেক্ষণ করে তথ্য সংগ্রহ করলো দি নিউজ টিম

আজ শনিবার ১ ফেব্রুয়ারি সকাল থেকে ঢাকার দুই সিটি নির্বাচনে পুরো ঢাকা ঘুরে তথ্য সংগ্রহ করলো বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ের অন্তর্গত জাতীয় ও আন্তর্জাতিক প্রথম সারির নিউজ পোর্টাল দি নিউজের দুটি টিম দি নিউজের সম্পাদক ও প্রকাশক প্রমিথিয়াস চৌধুরী, প্রধান উপদেষ্টা সম্পাদক প্রসেন কুমার মুখার্জী, বার্তা সম্পাদক রাই কিশোরী চৌধুরী, সহ সম্পাদক বিপুল রায়, আলতাফ হোসেন সহ একটি দল এবং মোটর বাইক যোগে মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে আরেকটি দল নির্বাচনে তথ্য সংগ্রহ করেছে।

সরেজমিনে দেখা গেল, সূত্রাপুর-গ্যান্ডারিয়া হয়ে মতিঝিল- খিলগাঁও-রামপুরা-বাড্ডা-ক্যান্টমেন্ট-মিরপুর-শ্যামলী-আগারগাঁও-ধানমন্ডি থেকে রমনা এলাকা। বেশিরভাগ বুথে নিরিবিলি ও শান্ত পরিবেশ বিরাজ করেছে। প্রথমদিকে ভোট কেন্দ্রে অল্প সংখ্যক ভোটারদের উপস্থিতি দেখা গেলেও কিছু কিছু কেন্দ্রে বেশ কিছু ভোটারদের উপস্থিতি লক্ষ করা গেছে।

মিরপুরে কালসী রোডের একটি কেন্দ্রে প্রিজাইডিং অফিসার কে ভোটারদের উপস্থিতি কমের কারন জানতে চাইলে তিনি বলেন, শীতকালতো তাই হয়তো লোকসংখ্যা কম। খেয়েদেয়ে হয়তো বা আস্তে আস্তে আসবে।

ধানমণ্ডির জিগাতলা টেনারি মোড় কেন্দ্রের পোলিং এজেন্ট রত্না রায়কে নির্বাচন কেমন হচ্ছে জিজ্ঞেস করলে তিনি বলেন, আমরা বয়স্ক ও নতুন ভোটার দের সব রকম সহায়তা করছি। সিটি কর্পোরেশনে প্রথম ইভিএম ভোট হওয়ায় নতুন হওয়া ভোটার এবং বয়স্ক ভোটারদের কিছুটা অসুবিধা হচ্ছিলো। আমরা তাদের সর্বতোভাবে  সহযোগিতা করেছি।

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার উদয়ন স্কুলের ভোট কেন্দ্রে ঢোকার সময় গেটের নিরাপত্তাকর্মীরা বলেন ভোট কেন্দ্রে ঢোকার আগে আমাদের পুলিশের এস আই স্যারের সাথে কথা বলে যান। আমাদের ঢুকতে বাধা দিয়ে সাব ইনেস্পেকটর শহিদ বলেন আপনারা কিছুক্ষন অপেক্ষা করুন আমি উপরে কল করছি প্রিজাইডিং অফিসার স্যারের সাথে কথা বলি তারপর আপনারা ভেতরে যাবেন।

তবে, মারামারি বা হতাহত তেমন বেশি কোথাও দেখা যায়নি এবং খবর ও পাওয়া যায়নি। নিরিবিলি ভোটে সোনার বাংলায় আবারো নৌকার জয় নিশ্চিত বলেই ধরে নেয়া যায়।

http://www.anandalokfoundation.com/