14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

দক্ষিণ আমেরিকায় ৮০০ বছরের পুরনো মমির সন্ধান

নিউজ ডেস্ক
November 27, 2021 6:17 pm
Link Copied!

দক্ষিণ আমেরিকার দেশ পেরুর রাজধানী লিমার  এক প্রান্তে একটি প্রায় ধ্বংসপ্রাপ্ত ও পরিত্যক্ত মন্দিরের ভূগর্ভস্থ সমাধিস্থলে সন্ধান মিলেছে এক মমির । তবে মমিটি পুরুষের নাকি নারীর তা এখনও সুনির্দিষ্টভাবে জানা যায়নি।

উপকূলবর্তী প্রাচীন সমাধিস্থল খুঁড়ে ৮০০ বছরের পুরনো এক মমির সন্ধান পেয়েছেন দেশটির একদল প্রত্নতাত্ত্বিক।

 

http://www.anandalokfoundation.com/