এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় প্রকাশ্যে অবৈধ বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলন করার প্রতিবাদে নাটক মঞ্চস্থ করেছে ভূমিজ নামের একটি সাংস্কৃতিক সংগঠন।
তেঁতুলিয়া উপজেলার ভজনপুর বাজারে উন্মুক্ত মঞ্চে বোমা মেশিনের ক্ষতিকারক প্রভাব নিয়ে ‘আঙ্গুল ও একটি কলাগাছ’ নাটক মঞ্চস্থ করে ভূমিজের নাট্যকর্মীরা।
নাটক মঞ্চস্থের আগে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন পঞ্চগড়-১ সাংসদ সদস্য নাজমুল হক প্রধান, জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডল, জেলা পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানিউল ফেরদৌস, জেলা উদীচীর সভাপতি আধ্যক্ষ মো. শফিকুল ইসলাম, জেলা পাথর বালি যৌথ ফেডারেশনের সভাপতি হাসিবুল হক প্রধান প্রমুখ।
এ সময় বক্তরা নিজেদের স্বার্থেই তেঁতুলিয়ায় বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলন বন্ধ রাখার দাবি জানান। একই সাথে বোমা মেশিনের সাথে যুক্তদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
ভূমিজের পরিচালক সরকার হায়দারের রচনা ও নির্দেশনায় নাটকে তেঁতুলিয়া উপজেলায় নির্বিচারে বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলনের সাথে যুক্তদের তিরস্কার ও ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের পূর্বাভাস তুলে ধরা হয়।