ঝিনাইদহ প্রতিনিধি॥ ২৮ সেপ্টেম্বর’২০১৭ঃ ঝিনাইদহ জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান এর সাথে কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের এক মতবিনিময় হয়েছে।
বৃহস্পতিবার সকালে পুলিশ সুপারের কক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মতবিনিময়ের সময় তিনি উপস্থিত প্রেসক্লাব নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, আপনারা সঠিক খবর নিয়ে সংবাদ পরিবেশন করবেন। শুধু পুলিশের বিরুদ্ধে নয়, সব দিকের ভালমন্দের খবরও লিখবেন। বস্তুুনিষ্ঠু সংবাদ পরিবেশন করবেন। মতবিনিময়ের সময় কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে এসপি মিজানুর রহমানকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।
সে সময় উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাসান জাকির, সাধারণ সম্পাদক নয়ন খন্দকার, সহ-সভাপতি কামাল হোসেন, সহ-সাধারণ সম্পাদক হাবিব ওসমান, সাংগঠনিক সম্পাদক বাবুল আক্তার, কোষাধ্যক্ষ বেলাল হুসাইন বিজয়, অফিস সম্পাদক ফিরোজ আহম্মেদ, প্রচার সম্পাদক আরিফ মোল্ল্যা, কার্যকরী সদস্য কালাম গাজী প্রমুখ।