14rh-year-thenewse
ঢাকা
শিরোনাম

জুলাই শহিদদের প্রেরণা অনুসরণ করলে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ সম্ভব -তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

পক্ষপাতহীনভাবে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার ওপর জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা

জরুরি অবস্থা রাজনৈতিকভাবে ব্যবহার না হওয়ার ব্যাপারে রাজনৈতিক দলগুলো একমত

বেনাপোলে বিজিবির অভিযানে বিদেশি মদ বাংলা মদ গাঁজা বিভিন্ন প্রকার ওষুধ ও কসমেটিক্স সামগ্রী উদ্ধার

বাংলা একাডেমির কার্যক্রমে গুণগত পরিবর্তন ও সংস্কারে মন্ত্রণালয়ের কমিটি গঠন

কোটালীপাড়ায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানি অভিযোগ,শিক্ষার্থীদের বিক্ষোভ

ক্লাইমেট চেইঞ্জ ট্রাস্টকে শক্তিশালী করতে ১০বছর মেয়াদি স্ট্রাটেজিক প্ল্যান প্রণয়ন করা হবে -পরিবেশ উপদেষ্টা

আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে এক কৃষকের ধরন্ত কলাগাছ কেটে দিয়েছে দুবৃর্ত্তরা

admin
December 12, 2016 10:00 pm
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ সদর উপজেলার ডেফলবাড়ীয়া গ্রামের ষাটোর্শ এক কৃষকের ধরন্ত সাড়ে ৩’শ কলাগাছ কেটে দিয়েছে দুবৃর্ত্তরা।রোববার দিবাগত গভীর রাতে ডেফলবাড়ীয়া গ্রামের পশ্চিমপাড়া মাঠে এ ঘটনা ঘটে।

কৃষক সিরাজ আলী মন্ডল জানায়, অন্যের জমি লিজ নিয়ে টাকা ধার করে ১৩ কাঠা জমিতে কলার আবাদ করেন তিনি। কলাগাছের ফলও ভালো হয়েছিল। কিছুদিনের মধ্যে কলার কাঁদি কেটে বিক্রি করতে পারতেন তিনি। কিন্তু কে বা কারা গেল রাতে তার জমির সাড়ে ৩’শ কলাগাছ কেটে দিয়েছে।

সকালে এলাকাবাসী খবর দিলে মাঠে এসে তিনি দেখেন তার জমির কলাগাছ মাটিতে লুটিয়ে পড়ে আছে। কলার কাঁদি কেটে ফেলা হয়েছে। অন্যের নিকট থেকে টাকা ধার করে তিনি কলা চাষ করেছিলেন। কিছুদিন পরই প্রতি কাঁন্দি আড়াইশ থেকে তিনশ টাকা বিক্রি করতে পারতেন তিনি। কিন্তু কে বা কারা তার কলাগাছ কেটে দিয়েছে। এতে তিনি চরম ক্ষতিগ্রস্থ হয়েছে।

স্থানীয় একজন কৃষক জানান, অনেক কষ্ট করে কৃষক সিরাজ উদ্দিন মন্ডল কলাগাছ লাগিয়েছিল। ফসলের সাথে এ ধরনের শত্রুতা যারা করেছেন তাদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করেন তিনি।

এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, কলা গাছ কাটার ঘটনাটি শুনেছি। ক্ষতিগ্রস্থ কৃষক অভিযোগ দিলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

http://www.anandalokfoundation.com/