13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণের সিদ্ধান্ত

admin
February 16, 2016 12:04 pm
Link Copied!

অর্থনৈতিক প্রতিবেদক: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানিয়েছেন আগামী কয়েক দিনের মধ্যে জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা সাপেক্ষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সোমবার সন্ধ্যায় সচিবালয়ে নিজ দফতরে বিশ্বব্যাংকের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী বলেন, ‘যেহেতু জ্বালানি মন্ত্রণালয়টি প্রধানমন্ত্রীর নিজের, সেহেতেু এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে তার সঙ্গে কথা বলব।আমি জ্বালানি মন্ত্রণালয়ের কাছে একটি প্রতিবেদন চেয়েছিলাম, সেই প্রতিবেদন দিয়েছে। আমি এখনো দেখিনি।বিষয়টি নিয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে আলোচনা করা হবে।’

জ্বালানি মন্ত্রণালয়ের প্রতি লিটার ৫ টাকা থেকে ১০ টাকা কমানোর ঈঙ্গিত সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হ্যাঁ, এরকমই একটা কিছু হবে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা সাপেক্ষে।’

http://www.anandalokfoundation.com/