আন্তর্জাতিক ডেস্ক: মুসলমানবিরোধী এক বিক্ষোভে অংশ নিয়েছে কয়েক হাজার মানুষ জার্মানির পূর্বাঞ্চলীয় লাইপজিগ শহরে। সোমবার সন্ধ্যায় ইসলামবিদ্বেষী সংগঠন পেজিডার স্থানীয় গ্রুপ লেজিডা এ বিক্ষোভের আয়োজন করে। নববর্ষের প্রাক্কালে কোলন শহরে নারীদের যৌন হেনস্তার জন্য শরণার্থীরাই দায়ী বলে অভিযোগ বিক্ষোভকারীদের।
কোলন শহরে ১ জানুয়ারি বর্ষবরণ উৎসবে অংশ নেওয়া নারীদের ওপর যৌন হামলা চালানো হয়। এসব ঘটনায় সোমবার পর্যন্ত প্রায় ৫শ অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে দুটি ধর্ষণের অভিযোগও রয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ৩১ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ১৮ জন সিরিয়া ও উত্তর আফ্রিকার শরণার্থী। এছাড়া তাদের মধ্যে দুজন জার্মান ও একজন আমেরিকানও রয়েছে। তবে শরণার্থীদের বিরুদ্ধে যৌন হামলার অভিযোগ আনা হলেও অন্যদের বিরুদ্ধে তা আনা হয়নি। এদিকে রোববার কোলনে ১১ বিদেশির ওপর হামলার ঘটনা ঘটেছে। পুলিশ মনে করছে এ হামলার পেছনে মূলত উগ্রপন্থীরাই দায়ী । নববর্ষের উৎসবে নারীদের উপর হামলার জের হিসেবেই এই হামলা করা হয়েছে।
লাইপজিগে সোমবার বিক্ষোভকারীরা জার্মানিতে লাখ লাখ শরণার্থীকে আশ্রয় দেওয়ার কারণে দেশটির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলের ওপর ক্ষোভ প্রকাশ করেন। এসময় বিক্ষোভকারীদের হাতে জার্মানির পতাকা এবং মুসলমান ও শরণার্থীবিরোধী ব্যানার ও প্ল্যাকার্ড ছিল। এসব ব্যানার প্ল্যাকার্ডে লেখা ছিল- ‘এখানে ইসলাম স্বাগত নয়’, ‘মের্কেল, মুসলমানদের সঙ্গে নিয়ে বের হয়ে যাও’ ইত্যাদি। এসময় বিক্ষোভকারীদের অনেকেই মের্কেলের পদত্যাগ দাবি করেন। বিক্ষোভকারীরা যাতে কোনো হামলা বা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য ওই এলাকায় পুলিশ ও জলকামান মোতায়েন ছিল।