মেহের আমজাদ,মেহেরপুরঃ ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মেহেরপুরে প্রস্তুতি সভা করেছে জেলা শিল্পকলা একাডেমী। গতকাল সন্ধ্যায় প্রতিষ্ঠানটির নিজস্ব কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
সভা থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শাহদৎ বার্ষিকী পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচী হাতে নেয়া হয়। কর্মসূচীর মধ্যে রয়েছে ১২ আগষ্ট জেলা শিল্পকলা একাডেমীতে মঞ্চায়িত হবে নাটক মূল্যবোধ। ১৩ আগষ্ট একই স্থানে প্রদর্শণ করা হবে তারেক মাসুদ পরিচালিত চলচ্চিত্র রানওয়ে ও আবু সাইয়ীদ পরিচালিত চলচ্চিত্র অপেক্ষা। ১৪ আগষ্ট বঙ্গবন্ধুকে নিয়ে গান, কবিতা, ছড়া ও আলোচনা সভার আয়োজন। ১৫ আগষ্ট জেলা প্রশাসনের সাথে সরকারি অনুষ্ঠানে যোগদানের মাধ্যমে কর্মসূচী বাস্তবায়ন করা হবে।
প্রস্তুতি সভায় সভাপত্বি করেন জেলা শিল্পকলা একাডেমীর সহ সভাপতি নূরুল আহমেদ। উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মফিজুর রহমান মফিজ, শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার তানভীর আহম্মেদ, কার্য নির্বাহী কমিটির সদস্য ও জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাড. পল্লভ ভট্টাচার্য, আবুল হাসনাত দিপু, নিশান সাবের, বারিকুল ইসলাম লিজন ও মানিক হোসেন প্রমুখ।