ঢাকা

খুলনা বিভাগের ১৯ জন শ্রেষ্ঠের নামের তালিকা প্রকাশিত

admin
October 24, 2018 11:07 pm
Link Copied!

গত ২২ অক্টোবর, ২০১৮ইং তারিখে খুলনা বিভাগের বিভাগীয় উপপরিচালক(প্রাথমিক শিক্ষা) জনাব মেহেরেুন নেছা কর্তৃক স্বাক্ষরিত পত্রের মাধ্যমে ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক’ ২০১৮ এর বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অধিকারীদের নামের তালিকা প্রকাশ করা হয়। মোট ১৯টি ক্যাটাগরীতে শ্রেষ্ঠদের নির্বাচিত করা হয়। পরবর্তীতে তারা জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে অংশগ্রহণ করবে। জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতার তারিখ পরে বিভাগীয় উপপরিচালক(প্রাথমিক শিক্ষা) এর কার্যালয় থেকে পত্রের মাধ্যমে জানানো হবে। খুলনা বিভাগে যারা বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ হয়েছেন তারা হলেন-

১। শ্রেষ্ঠ শিক্ষক (প্রাথমিক বিদ্যালয়) জনাব মোঃ আশরাফুল ইসলাম, প্রধান শিক্ষক, আল্লারদর্গা সপ্রাবি, দৌলতপুর, কুষ্টিয়া

২। শ্রেষ্ঠ শিক্ষিকা (প্রাথমিক বিদ্যালয়) জনাব জেসমিন আক্তার, প্রধান শিক্ষক, বালিয়াডাংগা মডেল সপ্রাবি, যশোর সদর, যশোর ।

৩। শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়, খোকসা জানিপুর মডেল সপ্রাবি, জনাব আবু হানিফ, প্রধান শিক্ষক, খোকসা, কুষ্টিয়া ।

৪। শ্রেষ্ঠ এস, এম,সি  জনাব মোঃ হারুনার রশীদ, সভাপতি, প্রতাপপুর মডেল সপ্রাবি, ডাকঃ শিকারপুর, কেশবপুর, যশোর ।

৫। শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী জনাব মোঃ আবু বকর সিদ্দিক, সিংহঝুলি সপ্রাবি, চৌগাছা, যশোর ।

৬। শ্রেষ্ঠ কাব শিক্ষক, জনাব জি, এম শফিউল আজম, প্রধান শিক্ষক, ছোট কুপট সপ্রাবি, শ্যামনগর, সাতক্ষীরা ।

৭। শ্রেষ্ঠ কর্মচারী(প্রাথমিক শিক্ষা প্রশাসনে শ্রেষ্ঠ কর্মচারী), জনাব এস, এম গোলাম কিবরিয়া, উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক, থানা শিক্ষা অফিস, খুলনা সদর, খুলনা ।

৮। শ্রেষ্ঠ সহকারী ইউআরসি/টিআরসি ইন্সট্রাক্টর, জনাব হরি মোহন রায়, সহকারী ইন্সট্রাক্টর, উপজেলা রিসোর্স সেন্টার, ডুমুরিয়া, খুলনা ।

৯। শ্রেষ্ঠ ইউআরসি/টিআরসি ইন্সট্রাক্টর, জনাব মোহাঃ সাইদুল হক, ইন্সট্রাক্টর, উপজেলা রিসোর্স সেন্টার, শার্শা, যশোর ।

১০। শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার, জনাব রুহুল কুদ্দুস তালুকদার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, ডুমুরিয়া, খুলনা ।

১১। শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার জনাব মোঃ সিরাজুল ইসলাম,উপজেলা শিক্ষা অফিসার, মিরপুর, কুষ্টিয়া ।

১২। শ্রেষ্ঠ পিটিআই, পিটিআই, ঝিনাইদহ ।

১৩। শ্রেষ্ঠ পিটিআই ইন্সট্রাক্টর, জনাব মোঃ রফিকুল ইসলাম,ইন্সট্রাক্টর, যশোর পিটিআই,যশোর ।

১৪। শ্রেষ্ঠ পিটিআই সুপারিনটেনডেন্ট, জনাব মোঃ আতিয়ার রহমান, সুপারিনটেনডেন্ট, ঝিনাইদহ পিটিআই, ঝিনাইদহ ।

১৫। শ্রেষ্ঠ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, জনাব শেখ অহিদুল আলম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, যশোর ।

১৬। শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার, জনাব মোঃ কামরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, মহেশপুর, ঝিনাইদহ ।

১৭। শ্রেষ্ঠ জেলা প্রশাসক, জনাব মোঃ আসলাম হোসেন, জেলা প্রশাসক, কুষ্টিয়া ।

১৮। শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান, জনাব মোঃ কামারুল আরেফিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান, মিরপুর কুষ্টিয়া।

১৯। ঝরে পড়ার হার উল্লেখযোগ্যভাবে কমাতে সক্ষম হয়েছে এ ধরণের বিদ্যালয়, মথুরাপুর সপ্রাবি, অভয়নগর, যশোর।

এ বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শ্রেষ্ঠ পিটিআই ইন্সট্রাক্টর, জনাব মোঃ রফিকুল ইসলাম বলেন, “ভালো কাজের স্বীকৃতি পেতে কার না ভালো লাগে। আমি উচ্ছসিত। যদিও এর আগে ২০১৫ সালেও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ হয়েছিলাম। তবে, এবার জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ হওয়ার আশাবাদ ব্যক্ত করছি। এজন্য সকলের কাছে দোয়া প্রার্থী।”

শ্রেষ্ঠ শিক্ষিকা জনাব জেসমিন আক্তার বলেন, “জেলা পর্যায়ে এর আগে একাধিকবার শ্রেষ্ঠ হলেও বিভাগীয় পর্যায়ে এবারই প্রথম। তাই, অনেক ভালো লাগছে। সবাই দোয়া করবেন যেন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ হতে পারি।”

http://www.anandalokfoundation.com/