14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

কোরবানির পশু জবাইয়ের জন্য নির্ধারিত স্থান

admin
September 6, 2016 7:50 am
Link Copied!

বিশেষ প্রতিবেদকঃ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশু জবাইয়ের জন্য ৫০৪টি স্থান নির্ধারণ করেছে। এসব স্থানে বৃষ্টি প্রতিরোধক ত্রিপলসহ সামিয়ানা ও ব্যানার টানানো ছাড়াও ইমাম, কসাই, ব্লিচিং পাউডার ও পানির ব্যবস্থা থাকবে। পশু জবাইয়ের পর গোশত বাড়ি নিয়ে বণ্টনের সুযোগ পাবেন কোরবানি দাতারা। এ জন্য ব্যাগ সরবরাহ করবে ডিএসসিসি। বাধ্যতামূলক না হলেও পরিচ্ছন্ন শহর বজায় রাখার স্বার্থে এসব নির্ধারিত স্থানে পশু জবাইয়ের অনুরোধ জানিয়েছেন মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

সরকারি নির্দেশে গত বছর থেকে রাজধানীতে নির্দিষ্ট স্থানে কোরবানির পশু জবাইয়ের ব্যবস্থা করে ঢাকার দুই সিটি করপোরেশন। কিন্তু গত বছর নগরবাসী মেয়রদের আহ্বানে কাক্সিত সাড়া দেয়নি। বেশির ভাগ কোরবানিদাতাই নিজ বাড়ির আঙ্গিনায় অথবা আশপাশে কোরবানি দেয়ার কাজ সম্পন্ন করেন। এ বছর আবারো ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জসহ সব সিটি করপোরেশন এবং পৌরসভাগুলোতে নির্ধারিত স্থানে পশু জবাইয়ের নির্দেশ দিয়েছে সরকার। এ জন্য সংশ্লিষ্ট সংস্থার উদ্যোগে নির্দিষ্ট স্থানগুলোর তালিকা প্রস্তুত করা হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন পশু কোরবানির জন্য ৫০৪টি স্থান নির্ধারণ করেছে। এর মধ্যে অঞ্চল-১ এ ৩৭টি, অঞ্চল-২ এ ৫২টি, অঞ্চল-৩ এ ১৬১টি, অঞ্চল-৪ এ ৫৯টি, অঞ্চল-৫ এ ১২০টি এবং নতুন অন্তর্ভুক্ত হওয়া ৮ ইউনিয়নে ৭৫টি স্থান কোরবানির পশু জবাইয়ের জন্য নির্ধারণ করা হয়েছে।

স্থানগুলোর মধ্যে রয়েছে- অঞ্চল-১ : কাকলী স্কুলের সামনের বাসস্ট্যান্ড, স্টাফ কোয়ার্টার, আলমাস সুপারসপ, ১৪ নং রোডের সামনে, ১৬ নং ওয়ার্ডের গ্রিন রোড, ভূতেরগলি, গ্রিন রোড কনসেপ্ট টাওয়ার, কাঁঠাল বাগান, সোনারগাঁও রোড, ২৫৭/সি কাঁঠাল বাগান, আবেদঢালী রোড, কলাবাগান স্টাফ কোয়ার্টার, শুক্রাবাদ, বশির উদ্দিন রোড, আইয়ুব আলী কলোনি, ১৮ নং ওয়ার্ডের বিশ্বাস বিল্ডার্সের সামনে বসুন্ধরা গলি, সেন্ট্রাল রোড, প্রিন্স টাওয়ারের সামনের এলাকা, নীলতে বাবুপুরা কাঁটাবন, ইস্পাহানি গলি, ইস্কাটন গার্ডেন, পশ্চিম মালিবাগ, ১৯ নং ওয়ার্ডের কাজী অফিস, সিদ্ধেশ্বরী, নিউ বেইলী রোড, সার্কিট হাউজ রোড, শিল্পকলা কার্পেট মসজিদ রোড, রূপায়ন টাওয়ারের সামনে, দুদক কার্যালয়েল সামনের এলাকা, কনকর্ড টাওয়ারের সামনে ও চিটাগাং হোটেলের সামনে।

অঞ্চল-২ : খিলগাঁও ‘সি’ ব্লক উত্তর সড়ক, খিলগাঁও ‘সি’ ব্লক দণি সোসাইটির সামনে, খিলগাঁও ‘এ’ ব্লকের ২০, ২১ ও ২২ নং রোড, ঝিলপাড় ইমামবাগ এলাকা, খিলগাঁও ‘সি’ ব্লক শ্বাতিল ইলমা সোসাইটি, গোড়ান মাঠ এলাকা, হাজী আনছারবাগ কমিশনার রোড, ছায়েরুনবাগ তিতাস রোড, নয়াপাড়া আইনুদ্দিন মাতবর সড়ক, ভূঁইয়াপাড়া আব্দুল্লাহ মসজিদ সংলগ্ন মাঠ, দণি বাসাবো কাজী অফিস রোড, মধ্য বাসাবো, মাদারটেক উত্তর পাড়া, মাদরটেক বাগানবাড়ী, সবুজ কানন/মায়া কানন, সবুজবাগ (বালুর মাঠ) নতুন রাস্তা, কদমতলা ওয়াসা রোড, কদমতলা দ্বিতীয় লেন, রাজারবাগ শাপলাকানন (জামতলা), মুগদা আউটার স্টেডিয়াম, কমিউনিটি সেন্টার গলি রোড, ডিএসসিসির ৬ নং ওয়ার্ড ব্যাংক কলোনি রোড, মদিনাবাগ রোড, সরদার বাড়ি রোড, ঝিলপাড় রোড, গোপীবাগ ষষ্ঠ গলি আমতলা, গোপীবাগ পঞ্চম গলি রেলগেট সংলগ্ন খালি জায়গা, গোপীবাগ তৃতীয় গলি, বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা সড়কের মাজার সংলগ্ন অংশ, গোপীবাগ সোনালী ব্যাংক কলোনি, কমলাপুর বক্স কালভার্টের বাবে মদিনা শরীফ সংলগ্ন, দণি কমলাপুর কবরস্থান সংলগ্ন, কবি জসিম উদ্দিন রোড, ইস্টার্ন হাউজিং সংলগ্ন, আরামবাগ- ফকিরেরপুল বক্স কালভার্ট রোড, টিঅ্যান্ডটি কলোনি জামে মসজিদ সংলগ্ন মাঠ, মতিঝিল এ জি বি কলোনি আল হেলাল জোন জামে মসজিদ সংলগ্ন মাঠ, এজিবি কলোনি ঈদগাহ মাঠ, শরীরচর্চা কেন্দ্র সংলগ্ন মাঠ, কবি বেনজির বাগান, উত্তর শাহজাহানপুর, খিলগাঁও বাগিচা পার্শ্বের স্থান, শাহজাহানপুর সরকারি অফিসার্স কোয়ার্টার, দণি শাহজাহানপুর রেলওয়ে অফিসার কলোনি, ইন্দ্রপুরী ঝিলপাড় মাঠ, শান্তিবাগ উচ্চবিদ্যালয়, আবু জর গিফারী কলেজ, পিডাব্লিউডি মসজিদ গলি, নয়াপল্টন মসজিদ গলি এবং শান্তিনগর মোড় হতে রাজারবাগ পানির পাম্প পর্যন্ত।

অঞ্চল-৩ : শিকারিটোলা ৩০ ফুট রাস্তা, রেহান আলী বাড়ির সামনে ৩০ ফুট রাস্তা, সনাতনগড় রানা বেকারির সামনে, সনাতনগড় বৌবাজার ৩০ ফুট রাস্তার ওপর, চরকঘাটা টালি অফিস রবের হোটেলের সামনে, মিতালী রোড, টালি অফিস মনোয়ারা সিকদার অ্যাপার্টমেন্ট, সুলতানগঞ্জ, নিমতলা ৩০ ফুট রাস্তার ওপর, সুলতানগঞ্জ প্রগতি কাব, বাংলা সড়ক, রায়ের বাজার, টালি অফিস জিকে প্যালেস, পানির পাম্পের রাস্তা, তলাবাগ মসজিদের সামনের রাস্তা, ইউসুফ ডাক্তারের গলি ১৪ সনাতনগড় বাড়ির সামনে, হাকিমুন্নেসা মসজিদের সামনের রাস্তা, ট্যানারি মোড় মনেশ্বর স্কুলের সামনের রাস্তা, পিডব্লিউউডির স্টাফ কোয়ার্টার, জিগাতলা বাবুল মিয়ার বাড়ির সামনের রাস্তা, জেনিথ অ্যাপার্টমেন্ট, ধোপাপাড়া মসজিদ রাস্তা, ধানমন্ডি কেজি করিমের বাড়ির সামনে, জাগরণী কাবের সামনের রাস্তা, মধুবাজার বড় মসজিদের রাস্তা, মধুবাজার, সিকদার রিয়েল এস্টেট টিউলিপ অ্যাপার্টমেন্ট, জিগাতলা ৬তলা কলোনি, জিগাতলা স্কুল কলোনি, লেদার কলেজের সামনে রাস্তা, বে-ট্যানারির সামনের রাস্তা, ২২ নম্বর ওয়ার্ডের নিলাম্বর সাহা রোড, বাড্ডানগর লেন, বোরহানপুর লেন, হাজারীবাগ রোড, কালুনগর, গণকটুলী লেন, গণকটুলী সিটি কলোনি গেট, মনেশ্বর রোড, কুলাল মহল লেন, মনেশ্বর প্রথম লেন, এনায়েতগঞ্জ লেন, ভাগলপুর লেন, নবীপুর লেন। আমলীগোলা পার্ক সংলগ্ন খেলার মাঠ, আমলীগোলা পুষ্পসাহা পুকুরের স্থান, জগন্নাথ সাহা রোডের বৌদ্ধ পাড়া পঞ্চায়েতের স্থান, শহীদনগর কমিউনিটি সেন্টার, লিবারটি কাব, আরএনডি ক্রীড়া চক্রের সামনে খালি জায়গা, শহীদনগর ৯ ও ১০ গলির মিলিত স্থান, শহীদ নগর বৌবাজার ও স্বাস্থ্য কেন্দ্র সংলগ্ন খালি জায়গা, শহীদ নগর ৪ নং গলির দণি পাশ ও ভেড়িবাঁধের নিকটস্থ স্থান, বালুঘাট ঈদগাহ মাঠ, শহীদ নগর ৩ নং গলির দণি পাশ ও ভেড়িবাঁধের নিকটস্থ স্থান, রাজ নারায়ন ধর রোড ও ৫ নং গলির দক্ষিণ পাশ, কেল্লার বাজারের দণি পার্শ্বস্থ বাঁশ পট্টি সংলগ্ন খালি জায়গা, শহীদ নগর ৬ ও ৭ নং গলির মিলিত স্থান, নতুন কাউন্সিলর অফিসের নিকটস্থ রাস্তা, মিনি স্টেডিয়াম, জামিলা খাতুন উচ্চবিদ্যালয় মাঠ, রহমতুল্লাহ মডেল হাই স্কুল বালক ও বালিকা শাখা, লালবাগ ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়, লালবাগ কমিউনিটি সেন্টার, কৃষ্ণচূড়া অ্যাপার্টমেন্টস সংলগ্ন খালি জায়গা, দোতলা মসজিদ সংলগ্ন খালি জায়গা, কাজী রিয়াজ উদ্দিন রোড সংলগ্ন খালি জায়গা, রসুলবাগ পার্ক, আজিমপুর দক্ষিণ অঞ্চল কলোনি মাঠ, আজিমপুর উত্তর অঞ্চল কলোনি মাঠ, আজিমপুর মধ্যাঞ্চল কলোনি মাঠ, আজিমপুর মৌচাক কলোনি মাঠ, ঢাকশ্বেরী বালুর মাঠ, চায়না বিল্ডিং ভবনের নিচে, ডা: নিজাম হাসপাতাল, বিসিদাস স্ট্রিটের অভ্যন্তরের ভবন, লালবাগ রোড, ঢাকেশ্বরী রোড লালবাগ কিল্লা, হাজী বাল্লু ভবনের নিচে, আজিমপুর রোড, মাধবীলতা ভবন, কৃষ্ণচূড়া টাওয়ার, হোমটেক টাওয়ার, ১০০ আজিমপুর রোড, পলাশী রোডের আশপাশ, এতিমখানা রোড, আজিমপুর টাওয়ার, হোসেনী দালান রোড, ৪২-৪৫ নং হোসেনী দালান, ৮৪ নাজিমুদ্দিন রোড, অরফানেজ রোড, জয়নাগ রোড, হাজী গোলাম মোরশেদ কমিউনিটি সেন্টার, জয়নাগ রোড ৮-১১ নং পর্যন্ত, ৩/১ উর্দুরোড, ৫৬/৫৭ হোসেনী দালান রোড, ৩১-৩৪ হোসেনী দালান রোড, উমেশ দত্ত রোড মাদরাসা-ই-আলিয়া মাঠের পূর্ব দিক, নবাব বাগিচা, ৫৫ নং ওয়ার্ড ঝাউচর চৌরাস্তা, মুন্সিহাটি, মোহাম্মদ নগর, নবীনগর, হাসান নগর, আমিনবাগ, টেকের হাটি, জান্নাতবাগ, বড়গ্রাম, পশ্চিম রসুলপুর (চাঁদ মসজিদ), মধ্য রসুলপুর, আলী নগর, হুজুর পাড়া, পূর্ব রসুলপুর।

অঞ্চল-৪ : দেবীদাস ঘাট লেন, চাম্পাতলী লেন, ইমামগঞ্জ রোড, মিটফোর্ড রোড, বেগম বাজার প্রধান সড়ক, ডিসি রায় রোড, বেচারাম দেউরী প্রধান সড়ক, শরৎচন্দ্র চক্রবর্তী রোড, আবুল খায়রাত রোড, মৌলভীবাজার কমিউনিটি সেন্টার, ৭১, শরৎ চন্দ্র চক্রবর্তী রোড, ২০ হাজী আব্দুর রশীদ লেন, হাজী জুম্মন কমিউনিটি সেন্টার, বাদামতলী প্রধান সড়ক, জিন্দাবাহার, ১৯, জিন্দাবাহার ২য় লেন, সামসাবাদ মাঠ সংলগ্ন সড়ক, বাগডাসা লেন, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্কুল, বাংলাদেশ মাঠ, সিটি ‘ল’ কলেজ, নবাব কাটারা সরকারি প্রাথমকি বিদ্যালয়, মাজেদ সরদার ইউসেফ স্কুল সংলগ্ন রাস্তা, সিক্কাটুলী পার্ক, হাজী ওসমান গণি রোড (আলু বাজার), ১০৫ আলী বাজার পুকুর পাড়, ১০৫ সিদ্দিক বাজার দ্বিতীয় লেন, নাজিরা বাজার মাতৃসদন, মালিটোলা প্রধান সড়ক, নর্থ সাউথ রোড পূর্বপার্শ্ব, নর্থ সাউথ রোড পশ্চিশ পার্শ্ব, বংশাল রোড, ফ্রেন্স রোড প্রধান সড়ক, ইংলিশ রোড, ইংলিশ রোডের খালি জায়গা, রাজার দেউরী সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল মাঠ রহিমা মঞ্জিল, আলহাজ এম এ গণির বাড়ি, দিলখোশ কমপ্লেক্স, ৬৩ ইসলামপুর রোড প্রধান সড়ক, ৫ নং আশেক জমাদার লেন, ওয়াসা পাম্পের খালি জায়গা, ২৪ নং প্রসন্ন পোদ্দার লেন, লিয়াকত এভিনিউ, আহসান উল্লাহ রোড, ১৪ নং জি এল গার্থ লেন, ৯ নং কবিরাজ গলি লেন, ১০ ওয়াইজ ঘাট রোড, বনগ্রাম রোড পানি ট্যাংকি মাঠ, তাহেরবাগ মডেল স্কুল, গোয়ালঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোপী মোহন মাঠ, যোগী নগর আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়, নাসির উদ্দিন সরদার লেন, হাজী আ: মজিদ লেন, পাঁচ ভাই ঘাট লেন, ডিসেন্ট টাওয়ার ১৭, পাঁচ ভাই ঘাট লেন, ডি আইটি মার্কেট, নন্দলাল দত্ত লেন, ১ নং ফরাশগঞ্জ রোড, বি কে দাস রোড, ১৭ কে জি গুপ্ত লেন, রূপ লাল, দাস লেন, প্রতাপ দাস লেন, রূপলাল দাস লেন মোড়।

অঞ্চল-৫ : বাইতুন নাহার জামে মসজিদ মিয়াজান লেন, মানিক নগর ছাপড়া মসজিদ এলাকা, মানিক নগর পুকুরের পাড় এলাকা, উত্তর মানিক নগর (ওয়াসা রোড), উত্তর মানিক নগর কবরস্থান জামে মসজিদ এলাকা, পূর্ব মানিক নগর এলাকা, শহীদ নবী উচ্চবিদ্যালয় মাঠ, সেন্ট্রাল উইমেন্স কলেজ, এনটি আর এস হাসপাতালের সামনে, জিয়া মাঠ (বয়েজ কাব), ফোরকানিয়া মাদরাসা, করাতিটোলার পাশে রেললাইনের পশ্চিম পাশে খালি জায়গায় (জানাজার স্থানে), করাতিটোলা রেললাইনের পূর্ব পাশে (জানাজার স্থানে), নারিন্দা স্কুলের পাশের খালি জায়গায়, মনির হোসেন লেনস্থিত ওয়াসার পানির পাম্পের পাশের খালি স্থানে, আব্দুল হাকিম খেলার মাঠ, জোড়পুল লেন বাজার রাস্তা, পুরনো সানাই কমিউনিটি সেন্টারের সামনের রাস্তা, নতুন সানাই কমিউনিটি সেন্টারের সামনের রাস্তা, বেগমগঞ্জ লেন, সূর্যের হাসি কিনিকের পাশের রাস্তা, বানিয়া নগর স্টাফ কোয়ার্টারের পাশের রাস্তা, তনুগঞ্জ লেন, সূত্রাপুর ব্যয়ামাগারের পাশের রাস্তা, আর এম দাস রাস্তা, ডিস্টিলারি রোড নামাপাড়া, ডিস্টিলারি রোড পুকুর পাড়, দীননাথ সেন রোড সাধনা ঔষধালয়ের গলি, দীননাথ সেন রোড হতে এলমা ডেবিড গলি, এস কে দাস রোড ভাট্টি পূর্ব পাশের গলি, খানা মোড়, রজনী চৌধুরী রোড, মনিজা রহমান স্কুল, ডিস্টিলারি রোড মুরগি টোলা মসজিদ মোড়, দীননাথ সেন রোড লালখান মসজিদের মোড়, মিলব্যারাক সিএসডি গোডাউনের পূর্ব পাশের ড্রেন, ১ নং কালীচরণ সাহা রোড, গেণ্ডারিয়া থানার দণি পাশের রাস্তা, ১৭ নং কেবি রোড এবং সংযুক্ত রাস্তার, সতীশ সরকার রোড, গেণ্ডারিয়া হাইস্কুল, গেণ্ডারিয়া ডিআইটি প্লট গোল চত্বর, প্লট জামে মসজিদ গল্লি, শহীদ নগর লক্ষ্মীবিবি স্কুল, শহীদ নগর নেছারিয়া মাদরাসা, ঢালকা নগর গ্লাস ফ্যাক্টরি, ঢালকা নগর, ফরিদাবাদ লেন, বাহাদুরপুর লেন, লালমোহন পোদ্দার লেন, নবীন চন্দ্র গোস্বামী রোড, সেকসাই বাড়ি মেইন রোড, নবীন চন্দ্র গোস্বামী রোড-১, নবীন চন্দ্র গোস্বামী রোড-২, বাংলাদেশ ব্যাংক কলোনি চত্বর, হরিচরণ রায় রোড, উত্তর যাত্রাবাড়ী বউ বাজার সংলগ্ন রাস্তা, উত্তর যাত্রাবাড়ী কলাপট্টি রোড, দণি সায়েদাবাদ বটতলা সংলগ্ন রাস্তা, উত্তর সায়েদাবাদ ইসলামিয়া হাসপাতাল সংলগ্ন রাস্তা, উত্তর সায়েদাবাদ মুন্সী বাড়ি রোড, বিবির বাগিচা বাগে জান্নাত জামে মসজিদ সংলগ্ন রাস্তা, উত্তর যাত্রাবাড়ী মাদরাসা মসজিদ সংলগ্ন রাস্তা, সুতিখাল পাড় দারুল ইসলাম মসজিদ সংলগ্ন রাস্তা, উত্তর সায়েদাবাদ মুন্সী বাড়ি রোড, উত্তর যাত্রাবাড়ী (বিবির বাগিচা ৪ নং গেট) সমাজকল্যাণ সমিতি সংলগ্ন রাস্তা, উত্তর যাত্রাবাড়ী পার্ক রোড, উত্তর যাত্রাবাড়ী চৌরাস্তা মসজিদ সংলগ্ন রাস্তা, চাইপাই চাইনিজ রেস্টুরেন্ট-মালঞ্চ কমিউনিটি সেন্টার সংলগ্ন রাস্তা, গোলাপবাগ বিশ্বরোড জামে মসজিদের সামনের রাস্তা, ১১/১ ধলপুর কমিউনিটি সেন্টারের গেট, ধলপুর ওয়াসা রোড, ব্রাহ্মণচিরণ সায়দাবাদ হুজুরের বাড়ি, দণি যাত্রাবাড়ি কবরস্থান রোড, শেখ পাড়া জামে মসজিদের রাস্তা, চন্দনকোঠা পঞ্চায়েত ঈদগাহ সেন্টারের রাস্তা, আদর্শ সেন্টারের ঈদগাহ মাঠের রাস্তা, আবু হাজী রোড, মীর হাজীরবাগ একতা কাব, মীর হাজীরবাগ জিলানী খাল রাস্তা, আবু হাজী রোড, পশ্চিম দোলাইর পাড় রোড, পূর্ব দোলাইর পাড় রোড, হামিদা সিএনজি স্টেশন সংলগ্ন স্থান, মুরাদপুর শাহী জামে মসজিদ, মুরাদপুর সরকার বাড়ি জামে মসজিদ, মাজেদা ইসলাম জামে মসজিদ, উত্তর মুরাদপুর খলিলুর রহমান জামে মসজিদ, বায়তুল নূর জামে মসজিদ, উত্তর মুরাদপুর বাগিচা জামে মসজিদ, সরকার ফিলিং স্টেশন সংলগ্ন স্থান, মুরাদপুর মাদরাসা জামে মসজিদ, মুরাদপুর জিরো পয়েন্ট, মসজিদই আমান জামে মসজিদ, কুদরত আলী বাজারের সামনে স্থান, রজ্জব আলী সরদার রোড, বায়তুল ছালাত জামে মসজিদ, বায়তুল মামুর জামে মসজিদ, সমিরুন নেসা উচ্চবিদ্যালয়, মুরাদপুর শাহী মসজিদ, বায়তুল আমান জামে মসজিদ, বায়তুল খায়ের জামে মসজিদ, মুরাদপুর আউটার সার্কুলার রোড, তিতাস খালপাড় রাস্তা, ৪৪৭ মেডিক্যাল রোড, হাজী খোরশেদ আলী সরদার রোড, ইসলামাবাদ জামে মসজিদ সংলগ্ন ইসলামাবাদ রোড, শাহী জামে মসজিদ ৭৮০, কুসুমবাগ জামে মসজিদ সংলগ্ন, ঈদগাহ জামে মসজিদ সংলগ্ন বাগানবাড়ী, নুরই মদিনা জামে মসজিদ সংলগ্ন, বায়তুল মামুর জামে মসজিদ, বায়তুল হেরা জামে মসজিদ সংলগ্ন কলেজ রোড, জিকুরুল্লাহ জামে মসজিদ সংলগ্ন সড়ক, আল মদিনা জামে মসজিদ সংলগ্ন হাজী কানা মিয়া সড়ক, সবুজবাগ মসজিদ সংলগ্ন সড়ক, আলহেরা জামে মসজিদ সংলগ্ন আফসার করিম রোড, দারুছ ছালাম জামে মসজিদ সংলগ্ন ১ নং সড়ক, নূরানী জামে মসজিদ সংলগ্ন নূরানী মসজিদ সড়ক, বায়তুল আকসা জামে মসজিদ সংলগ্ন হাজী খোরশেদ সরদার রোড, মসজিদুল আকসা জামে মসজিদ সংলগ্ন ওয়াসা রোড, নতুন জুরাইন আলমবাগ, জুরাইন খন্দকার রোড, উত্তর জুরাইন পাইপ রাস্তা, ৯০ নং করিম উল্লারবাগ ও ১৬৬ নং করিম উল্লারবাগ বাজার রোড। এ ছাড়া ডিএসসিসিতে যুক্ত হওয়া নতুন ৮টি ইউনিয়নে ৭৫টি স্থান নির্ধারণ করা হয়েছে।

ডিএসসিসির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেন, নগরী দ্রুত পরিষ্কার-পরিচ্ছন্ন করার স্বার্থে নির্দিষ্ট স্থানে পশু কোরবানির ব্যবস্থা করা হয়েছে। এতে পরিবেশগত ক্ষতি থেকেও রক্ষা পাবেন নগরবাসী। মেয়র নগরবাসীকে নির্দিষ্ট স্থানে পশু কোরবানির আহ্বান জানিয়ে বলেন, এসব নির্দিষ্ট স্থানে সিটি করপোরেশনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা থাকবে, কোনো অসুবিধা হবে না।

http://www.anandalokfoundation.com/