ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

কৃষি বিষয়ক বৈঠকের উদ্বোধন উত্তর কোরীয় নেতার

ডেস্ক
February 27, 2023 1:01 pm
Link Copied!

উত্তর কোরীয় নেতা কিম জং উন কৃষির অগ্রগতি নিয়ে আলোচনা করতে গুরুত্বপূর্ণ দলীয় বৈঠক উদ্বোধন করেছেন। সরকারি সংবাদ মাধ্যম সোমবার এ কথা জানিয়েছে।

আন্তর্জাতিক অঙ্গন থেকে বিচ্ছিন্ন উত্তর কোরিয়ায় ভয়াবহ খাদ্য সংকট চলছে এ ধরনের খবরের মধ্যেই রোববার বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে।সাধারণত বছরে এক কি দুইবার এ ধরনের বৈঠক অনুষ্ঠিত হয়। কিন্তু এবারকার বৈঠকটি দু’মাসের মধ্যেই অনুষ্ঠিত হলো। এর আগের বৈঠকেও কৃষির ওপর আলোকপাত করা হয়েছিল।

স্বল্প সময় দুটি বৈঠক এবং তা কৃষি বিষয়ে হওয়াতে দেশটিতে ভয়াবহ খাদ্য ঘাটতি চলার জল্পনা আরো জোরদার হয়েছে। সরকারি বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, রোববার অনুষ্ঠিত ক্ষমতাসীন দলের শীর্ষ কর্মকর্তাদের এ প্লেনারি বৈঠকের উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন উত্তর কোরীয় নেতা কিম জং উন। নতুন যুগে গ্রামীণ বিপ্লব বিষয়ক কর্মসূচি, বিশ্লেষণ ও পর্যালোচনা এবং অবিলম্বে জরুরি কর্মসূচি বিষয়ে সিদ্ধান্তের বিষয়ে বৈঠকে আলোচনা হয়।

বিস্তারিত উল্লেখ না করে কেসিএনএ’র খবরে আরো বলা হয়, বৈঠকে অংশগ্রহণকারীরা আলোচনা শেষে সর্বসম্মতভাবে এজেন্ডা অনুমোদন করেছেন। এদিকে দক্ষিণ কোরিয়ার পুনঃএকত্রীকরণ মন্ত্রণালয় বলেছে, উত্তর কোরিয়ায় অনাহারে মৃত্যুর খবর পাওয়া গেছে।

মন্ত্রণালয়ের মুখপাত্র কু বিয়ং সাম গত সপ্তাহে বলেছেন, আমাদের জানামতে সেখানে গুরুতর খাদ্য সংকট চলছে। উল্লেখ্য, পরমাণু শক্তি সম্পন্ন উত্তর কোরিয়া দীর্ঘ দিন ধরেই আন্তর্জাতিক অবরোধের আওতায় রয়েছে। দীর্ঘ সময় ধরেই দেশটিকে খাদ্যের যোগানের জন্যে সংগ্রাম চালিয়ে আসতে হচ্ছে।

http://www.anandalokfoundation.com/