ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ডাকাতের হাতে কৃষক খুন, প্রতিবাদে রাস্তায় নেমেছেন শেতাঙ্গ কৃষকরা

Rai Kishori
August 18, 2020 10:33 pm
Link Copied!

আলওয়াইন ভ্যান জিল ৭৮ বছর বয়স্ক একজন দক্ষিণ আফ্রিকান শেতাঙ্গ কৃষক। বৃহস্পতিবার নিজ কৃষি খামারে কয়েকজন সশস্ত্র কৃষাঙ্গ ডাকাতের হাতে গুলিবিদ্ধ হয়ে খুন হয়েছেন। বয়োবৃদ্ধ এই কৃষক হত্যার প্রতিবাদে আজ মঙ্গলবার দক্ষিণ আফ্রিকান শেতাঙ্গ কৃষকরা প্রতিবাদে রাস্তায় নেমেছেন।

দক্ষিণ আফ্রিকার লিম্পুপু প্রদেশে ডাকাতের হাতে খুন হওয়া ওই কৃষক হত্যার প্রতিবাদে দক্ষিণ আফ্রিকান এগ্রিকালচার ইউনিয়ন ও ফেডারেশন অব এগ্রিকালচার দক্ষিণ আফ্রিকা যৌথভাবে এ আন্দোলনে নামে।
এ সংগঠন দুটির শত শত খামার মালিক তাদের কৃষিকাজে ব্যবহৃত ট্রাকটর রাস্তায় এনে সব সড়ক অবরোধ করে রাখেন এবং কৃষক হত্যার বিচার দাবি করেন সরকারের কাছে।

সংগঠন দুটির নেতারা এ সময় গণমাধ্যমের কাছে জানিয়েছেন, লকডাউন চলাকালীন গত পাঁচ মাসে ৬৪ জন শেতাঙ্গ খামার মালিক খুন হয়েছেন কৃষাঙ্গ ডাকাতের হাতে এবং ১৪ জন খামার মালিক গুলিবিদ্ধ হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন।

সংগঠন দুটি আরও জানিয়েছেন, ২০১৪ সাল থেকে চলতি বছর পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় কৃষাঙ্গদের হাতে ১৯৭৮ জন খামার মালিক খুন হয়েছেন। যার কোনোটির বিচার হয়নি।

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকায় ৮০ শতাংশ কৃষি খামারের মালিকানা এখনও শেতাঙ্গদের হাতে। দক্ষিণ আফ্রিকার রফতানিনির্ভর এই কৃষি খামারগুলো এখনও শেতাঙ্গদের হাতে থাকায় কৃষ্ণাঙ্গরা পরিকল্পিতভাবে শেতাঙ্গ কৃষি খামারের মালিকদের খুন করে আসছে।

http://www.anandalokfoundation.com/