আন্তর্জাতিক ডেস্ক: ইরাকে আইএসের অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের জঙ্গিবিমান। এতে ৪ জন বেসামরিক লোক নিহত হয়েছে। শুক্রবার উত্তর ইরাকের ‘আল-হাতরা’ পুলিশ চেকপোস্ট লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছিল। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ডের মুখপাত্র ‘প্যাট্রিক রাইডার’ এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসির।
বেসামরিক লোকের হত্যার কথা স্বীকার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। তবে এ হত্যা অনিচ্ছাকৃত ছিল বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। রাইডার বলেন, যুক্তরাষ্ট্রের যে বিমান থেকে এ হামলা চালানো হয় তার পাইলট হামলার সময় বেসামরিক লোকের উপস্থিতি টের পায়নি। এ ঘটনার জন্য আনুষ্ঠানিকভাবে দু:খপ্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।