ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

আগৈলঝাড়ায় সড়ক দূরঘটনায় ১ স্কুল ছাত্র নিহত

admin
February 16, 2016 4:41 pm
Link Copied!

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা:বরিশালের আগৈলঝাড়ায় সড়ক দূর ঘটনায় ১ জন স্কুল ছাত্র নিহত । সূত্রে জানাগেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের আগৈরঝাড়া-বাশাইল-মাগুড়া সড়কের বাশাইল কলেজ সমূখে সড়কের সামনে নছিমন চাপায় গতকাল সোমবার সকালে রামান্দ আকঁ মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেণীর ছাত্র ও বড় বাশাইল গ্রামের সমিরন টাকার ছেলে সঞ্জিৎ টাকা (১৬) নছিমন চাপা দিয়ে গুরতর আহত করে। আগৈলঝাড়া হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষনা করেন।

http://www.anandalokfoundation.com/