× Banner
সর্বশেষ
ভারতের পশ্চিমবঙ্গের মণ্ডপে অসুর রূপে ড: ইউনুস ক্যালিফোর্নিয়া টিভিতে (CA TV) শারদীয় দুর্গাপূজার আড্ডা গাজা শান্তি চুক্তিতে সই করতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ভারতে এশিয়ার বৃহত্তম ডেটা সেন্টার তৈরি করবে গুগল উইন্ডোজ ১০ ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা আজ ৯ অক্টোবর বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৯ অক্টোবর (২২ আশ্বিন) বৃহস্পতিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে ঢামেক ছাত্রী নন্দিনী সরকার মৃত্যুর কারণ স্থানীয় অর্থনীতির কার্যকর ওয়ান স্টপ সেন্টার হবে ডাক বিভাগ -প্রধান উপদেষ্টা আসন্ন জাতীয় নির্বাচনে পোস্টাল ব্যালটে গোপনীয়তা অটুট থাকবে -ফয়েজ আহমদ তৈয়্যব

নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধি(উত্তম কুমার পাল হিমেল )

নবীগঞ্জে ব্যাংক কর্মকর্তার মাতার শ্রাদ্ধানুষ্টান সম্পন্ন

ACP
হালনাগাদ: শনিবার, ১৬ এপ্রিল, ২০২২
ব্যাংক কর্মকর্তার মাতার শ্রাদ্ধানুষ্টান সম্পন্ন

নবীগঞ্জ উপজেলা  হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি মন্ডলীর সদস্য সোনালী ব্যাংক কর্মকর্তা বাদল কৃষ্ণ বণিক এবং অবসরপ্রাপ্ত শিক্ষক স্বাধীন বনিকের মাতা আশালতা বনিক(৯৫) এর শ্রাদ্ধা পরবর্তী বৈষ্ণবসেবা গত বৃহস্পতিবার গোবিন্দ জিউর আখড়ায় অনুষ্টিত হয়।
শ্রাদ্ধানুষ্টানে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সস্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তমসকুমার পাল হিমেল,মৃম্ময় কান্তি দাশ বিজন,
ব্যাংক কর্মকর্তা সমরেন্দ্র বর্ধনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্টানে গীতাপাঠ ও আলোচনা করেন পাঠক অজিত কুমার দাশ।
উল্লেখ্য আশালতা বনিক(৯৫)  গত ২ রা এপ্রিল শনিবার সন্ধ্যা ৭.৩০ মিনিটে ইউলোক ত্যাগ করে পরলােক  গমন করেছেন। মৃত্যুকালে তিনি ২ পুত্র ৩ কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।


এ ক্যটাগরির আরো খবর..