× Banner
সর্বশেষ
ভারতের পশ্চিমবঙ্গের মণ্ডপে অসুর রূপে ড: ইউনুস ক্যালিফোর্নিয়া টিভিতে (CA TV) শারদীয় দুর্গাপূজার আড্ডা গাজা শান্তি চুক্তিতে সই করতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ভারতে এশিয়ার বৃহত্তম ডেটা সেন্টার তৈরি করবে গুগল উইন্ডোজ ১০ ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা আজ ৯ অক্টোবর বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৯ অক্টোবর (২২ আশ্বিন) বৃহস্পতিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে ঢামেক ছাত্রী নন্দিনী সরকার মৃত্যুর কারণ স্থানীয় অর্থনীতির কার্যকর ওয়ান স্টপ সেন্টার হবে ডাক বিভাগ -প্রধান উপদেষ্টা আসন্ন জাতীয় নির্বাচনে পোস্টাল ব্যালটে গোপনীয়তা অটুট থাকবে -ফয়েজ আহমদ তৈয়্যব

নিউজ ডেস্ক

হাতিয়ায় ৭০০ কেজি জাটকা ইলিশ জব্দ

admin
হালনাগাদ: সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
হাতিয়ায় ৭০০ কেজি জাটকা ইলিশ জব্দ

নোয়াখালী প্রতিনিধি :  নোয়াখালী দ্বীপ হাতিয়ায় ৭০০ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে কোস্ট গার্ড।

সোমবার (১০ জানুয়ারি) দুপুর বেলা হাতিয়া উপজেলাধীন ওছখালী ব্রিকফিল্ট বাজার সংলগ্ন প্রধান সড়কে একটি টমটম গাড়ি তল্লাশি করে ৭০০ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে কোস্ট গার্ড। জব্দকৃত মাছ গুলো উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ শাহজাহান এবং উপজেলা মৎস্য  অফিসার অনিল চন্দ্র দাস এর উপস্থিতিতে তমরদ্দি কোস্ট গার্ড পল্টনের সামনে গরীব অসহায় হতদরিদ্র পরিবারের লোকজন এবং এতিমখানায় বিতরণ করা হয়।

সুবর্ণচর সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ শাহজাহান বিষয়টি নিশ্চিত করেন।


এ ক্যটাগরির আরো খবর..