× Banner
সর্বশেষ
ভারতের পশ্চিমবঙ্গের মণ্ডপে অসুর রূপে ড: ইউনুস ক্যালিফোর্নিয়া টিভিতে (CA TV) শারদীয় দুর্গাপূজার আড্ডা গাজা শান্তি চুক্তিতে সই করতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ভারতে এশিয়ার বৃহত্তম ডেটা সেন্টার তৈরি করবে গুগল উইন্ডোজ ১০ ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা আজ ৯ অক্টোবর বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৯ অক্টোবর (২২ আশ্বিন) বৃহস্পতিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে ঢামেক ছাত্রী নন্দিনী সরকার মৃত্যুর কারণ স্থানীয় অর্থনীতির কার্যকর ওয়ান স্টপ সেন্টার হবে ডাক বিভাগ -প্রধান উপদেষ্টা আসন্ন জাতীয় নির্বাচনে পোস্টাল ব্যালটে গোপনীয়তা অটুট থাকবে -ফয়েজ আহমদ তৈয়্যব

লক্ষ্মীপুর প্রতিনিধি 

লক্ষ্মীপুরে সড়ক বন্ধ করে গরু-ছাগলের হাট,ভোগান্তি চরমে! 

অনলাইন ডেক্স
হালনাগাদ: বুধবার, ৪ জুন, ২০২৫
সড়ক বন্ধ করে গরু-ছাগলের হাট
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 46;

পবিত্র ঈদ- উল আজহা উপলক্ষে লক্ষ্মীপুরে ব্যস্ত ও গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে বসেছে কোরবানীর গরু-ছাগল বেচাকেনা। সড়কের ওপর গরু দিয়ে এমনভাবে পথ আটকানো থাকে যা দেখে যে কারও মনে হতে পারে এটি কোনো সড়ক নয়, বরং গরুর হাট। এমন অবস্থায় যানবাহন চলাচলে যেমন ভোগান্তি বাড়ছে তেমনি দুর্ভোগ বাড়ছে স্থানীয়দেরও। যানবাহন চালক থেকে শুরু করে সাধারণ মানুষের এমন দুর্বিষহ অবস্থার কেন অবসান হচ্ছে না সেটি জানেন না কেউ।
লক্ষ্মীপুর সদরের জকসীন-পোদ্দার বাজার সড়ক, ভবানীগঞ্জ চৌরাস্তা সড়ক, কমলনগর উপজেলার হাজিরহাট গরু বাজার,তোরাবগঞ্জ -রামগতি সড়ক, রামগতির আলেকজান্ডার – সোনাপুর সড়ক দখল করে কোরবানী পশুর হাট বসেছে। এ ছাড়াও জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের উপর গরু-ছাগলের হাট বসায় প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে যানজট। উপজেলার চৌধুরী বাজার,মীরগঞ্জ বাজার, কাজির দিঘিরপাড়বাজারসহ বিভিন্ন সড়কের ওপর বসছে গরুর হাট। এতে পথচারী ও যান চলাচলে দুর্ভোগ পোহাচ্ছে এলাকার কয়েক হাজার মানুষ। অবৈধভাবে সড়কে চলমান এ গরু-ছাগলের বাজার নিয়ে কর্তৃপক্ষের কোনো হস্তক্ষেপ না থাকায় সড়কে গরুর বাজারে পরিণত হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার এসব হাটবাজারে শত শত ক্রেতা-বিক্রেতার ভিড়। গরু-ছাগলের বর্জ্যে সড়ক এলাকায় তৈরি হয়েছে এক নোংরা অবস্থার।পিচ্ছিল হওয়ার কারনে যেকোনো সময় ঘটতে পারে প্রাণহানিসহ ভয়াবহ দূর্ঘটনা। ব্যস্ততম এসব সড়কে ভিড় বাড়ে যানবাহনের। অপরদিকে সড়কের দু’পাশে সারিবদ্ধভাবে গরু-ছাগলসহ শতাধিক পাইকার দাঁড়িয়ে থাকায় তৈরি হয় এক দূষিত পরিবেশের।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, হাটবারে দোকান খোলা নিয়ে বিপাকে পড়েন তারা। হাট শেষে অপরিচ্ছন্ন, নোংরা বর্জ্যের গন্ধে অসুস্থ হয়ে পড়েন কেউ কেউ। ব্যবসায়ী ও স্থানীয়রা সড়কের জনদুর্ভোগ লাঘবে শিগগিরই প্রশাসনের দৃষ্টি কামনা করেন। তাদের প্রত্যাশা, অতি দ্রুত যাতে গরুর হাটটি অন্যত্র সরিয়ে নেওয়া হয়।
তবে এ বিষয়ে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জামশেদ আলম রানা । তিনি বলেন, আমাকে বাজারগুলোর তালিকা দেন। আমি এ বিষয়ে খোঁজখবর নেব।
ক্রেতা বিক্রেতা উভয়ের কাছ হতে হাসিল আদায়ের বিষয়ে রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন বলেন- আমি শুনে অবাক হয়েছি। এখানে নাকি সামাজিক ভাবে এ নিয়ম প্রচলিত। একই কথা কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত উজ জামান বলেন। তিনি আরও বলেন -আমি এ বিষয়ে আরও জেনে তবেই বলতে পারবো।


এ ক্যটাগরির আরো খবর..