× Banner
সর্বশেষ
ভারতের পশ্চিমবঙ্গের মণ্ডপে অসুর রূপে ড: ইউনুস ক্যালিফোর্নিয়া টিভিতে (CA TV) শারদীয় দুর্গাপূজার আড্ডা গাজা শান্তি চুক্তিতে সই করতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ভারতে এশিয়ার বৃহত্তম ডেটা সেন্টার তৈরি করবে গুগল উইন্ডোজ ১০ ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা আজ ৯ অক্টোবর বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৯ অক্টোবর (২২ আশ্বিন) বৃহস্পতিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে ঢামেক ছাত্রী নন্দিনী সরকার মৃত্যুর কারণ স্থানীয় অর্থনীতির কার্যকর ওয়ান স্টপ সেন্টার হবে ডাক বিভাগ -প্রধান উপদেষ্টা আসন্ন জাতীয় নির্বাচনে পোস্টাল ব্যালটে গোপনীয়তা অটুট থাকবে -ফয়েজ আহমদ তৈয়্যব

বেনাপোল সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় ফেন্সিডিল ও পণ্যসহ আটক-২

অনলাইন ডেক্স
হালনাগাদ: রবিবার, ১২ মে, ২০১৯

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ যশোরের বেনাপোল সীমান্ত থেকে পৃথক অভিযানে ভারতীয় ফেন্সিডিল ও  পণ্যসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা।
রবিবার (১২ মে) দুপুরে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানাধীন বড় আঁচড়া গ্রামের কালু মিয়ার ছেলে শিমুল মিয়া (২৮) ও  খোকন মিয়ার ছেলে আল আমিন (১৩)।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, দৌলতপুর কলিমের পুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে ৬ বোতল ফেন্সিডিলসহ শিমুল ও আল-আমিনকে আটক করা হয়।
অপরদিকে, ২১ বিজিবি সদস্যরা দৌলতপুর গ্রামের মাঠের মধ্য থেকে ১৯৮০ পিস নেহা মেহেদী, ৪৩ বোতল দোলহান কেশ কালা তেল , ৭২ পিস থ্রি- পিস, ৫০ পিস হাইজিং স্প্রে, ৫৫ পিস ফ্রেশ জেল, ৬৮ পিস শ্যাম্পু, ৮০৫ পিস বিভিন্ন প্রকার ইনজেকশন, ৮৪ পিস ফেসওয়াশ ও ৩৯ কেজি চা পাতা আটক করে। আটককৃত পণ্যের বাজার মূল্য আনুমানিক ৫,০৯,০৫০/- (পাঁচ লাখ নয় হাজার পঞ্চাশ টাকা) বলে জানায় বিজিবি।
২১ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল ইমরান উল্লাহ সরকার জানান, আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদক মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে এবং জব্দকৃত মালামাল বেনাপোল কাস্টমস হাউসে জমা দেওয়া হয়েছে বলে তিনি জানান।


এ ক্যটাগরির আরো খবর..