× Banner
সর্বশেষ
ভারতের পশ্চিমবঙ্গের মণ্ডপে অসুর রূপে ড: ইউনুস ক্যালিফোর্নিয়া টিভিতে (CA TV) শারদীয় দুর্গাপূজার আড্ডা গাজা শান্তি চুক্তিতে সই করতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ভারতে এশিয়ার বৃহত্তম ডেটা সেন্টার তৈরি করবে গুগল উইন্ডোজ ১০ ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা আজ ৯ অক্টোবর বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৯ অক্টোবর (২২ আশ্বিন) বৃহস্পতিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে ঢামেক ছাত্রী নন্দিনী সরকার মৃত্যুর কারণ স্থানীয় অর্থনীতির কার্যকর ওয়ান স্টপ সেন্টার হবে ডাক বিভাগ -প্রধান উপদেষ্টা আসন্ন জাতীয় নির্বাচনে পোস্টাল ব্যালটে গোপনীয়তা অটুট থাকবে -ফয়েজ আহমদ তৈয়্যব

বেনাপোল চেকপোষ্টে ১৬ বোতল মদ আটক

admin
হালনাগাদ: সোমবার, ১৩ মার্চ, ২০১৭

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল আন্তর্জাতিক চেকপোষ্ট কাষ্টমস তল্লাশি কেন্দ্র  থেকে কয়েকজন পাসপোর্টযাত্রীর নিকট থেকে ১৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে কাষ্টমস। সোমবার সকাল থেকে বেলা ১২ পর্যান্ত এ মদ উদ্ধার হয়।

চেকপোষ্ট কাষ্টমস তল্লাশি কেন্দ্রের কাষ্টমস ইন্সপেক্টর মিজানুর রহমান জানান, ভারতীয় বিজিনেস পাসপোর্ট যাত্রীরা বাংলাদেশে প্রবেশের সময় প্রায় ১ /২ বোতল মদ নিয়ে আসে। সম্প্রতি একই যাত্রী বার বার প্রবেশ এবং মাদক নিয়ে আসায় উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে তাদের এ ধরনের লোক প্রবেশ করলে এবং মাদক নিয়ে আসলে তা আটকের নির্দেশ আসে। এরপর থেকে এ মদ আটক করা হয়।

আন্তর্জাতিক নিয়ম অনুযায়ি একজন বিদেশী পাসপোর্ট যাত্রী ১ লিটার মদ বহন করতে পারে। কিন্তু ভারতীয় একই নাগরিক বার বার মদ সহ এদেশে প্রবেশ করায় তাদের মাদক ব্যবসায়ি হিসাবে চিহ্নিত করে এসব মাদক আটক করা হয়।

তিনি আরো জানান ১০/১২ জন ভারতীয় পসপোর্টযাত্রীর নিকট থেকে এ মদ উদ্ধার করা হয়। আটককৃত মাদক বেনাপোল কাষ্টমস এ জমা করা হবে বলে তিনি জানান।


এ ক্যটাগরির আরো খবর..