সরকারী কোষাগারে সর্বোচ্চ রাজস্ব জমা দিয়ে লঞ্চঘাট ইজারা নিয়েছিলেন সাবেক ছাত্রদল নেতা। তবে স্থানীয় বিএনপি নেতাদের বাঁধায় গত এক সপ্তাহ যাবত ইজারার টাকা উত্তোল করতে পা পেরে নিরুপায় হয়ে বাঁধা দানকারী বিএনপি নেতাদের বিরুদ্ধে উপজেলা নির্বাহী বরাবর সহ সরকারের উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে লিখিত অভিযোগ করেছেন। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার মিয়ারচর এলাকার।
বুধবার সকালে উপজেলার সরিকল গ্রামের বাসিন্দা ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সহসভাপতি তরিকুল ইসলাম বলেন, চলতি অর্থবছরে বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-পরিবহন কর্তৃপক্ষ মিয়ারচর লঞ্চঘাটের জন্য দরপত্র আহবান করলে সর্বোচ্চ এক লাখ এক হাজার টাকা রাজস্ব প্রদান করে লঞ্চঘাটটি এক বছরের জন্য ইজারা নেই। গত ১ জুলাই থেকে আমার লোকজন লঞ্চঘাটের ইজারার টাকা উত্তোলণ করতে লঞ্চঘাট যায়। এসময় মিয়ারচর এলাকার বাসিন্দা ও সরিকল ইউনিয়ন বিএনপি’র সাবেক যুগ্ন আহবায়ক বাচ্চু প্যাদা এবং তার ভাই ওয়ার্ড বিএনপি’র পদবিহীন নেতা আক্কাচ প্যাদা তাদের সহযোগীদের নিয়ে ইজারার টাকা উত্তোলন করতে বাঁধা প্রদান করে আসছে।
অভিযোগ করে তিনি আরও বলেন, তাদের বাঁধা উপেক্ষা করে বুধবার সকালে ইজারার টাকা উত্তোলন ঘাটে গেলে আমার লোকজনকে হত্যার হুমকি দিয়েছে। ঘটনার বিস্তারিত জানিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ অস্বীকার করে ইউনিয়ন বিএনপি’র সাবেক যুগ্ন আহবায়ক বাচ্চু প্যাদা বলেন, আমি কাউকে ইজারার টাকা উত্তোলনে বাঁধা প্রদান করিনি। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরি বলেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।