× Banner
সর্বশেষ
ভারতের পশ্চিমবঙ্গের মণ্ডপে অসুর রূপে ড: ইউনুস ক্যালিফোর্নিয়া টিভিতে (CA TV) শারদীয় দুর্গাপূজার আড্ডা গাজা শান্তি চুক্তিতে সই করতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ভারতে এশিয়ার বৃহত্তম ডেটা সেন্টার তৈরি করবে গুগল উইন্ডোজ ১০ ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা আজ ৯ অক্টোবর বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৯ অক্টোবর (২২ আশ্বিন) বৃহস্পতিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে ঢামেক ছাত্রী নন্দিনী সরকার মৃত্যুর কারণ স্থানীয় অর্থনীতির কার্যকর ওয়ান স্টপ সেন্টার হবে ডাক বিভাগ -প্রধান উপদেষ্টা আসন্ন জাতীয় নির্বাচনে পোস্টাল ব্যালটে গোপনীয়তা অটুট থাকবে -ফয়েজ আহমদ তৈয়্যব

আঞ্চলিক প্রতিনিধি

বরিশাল সিটি করপোরেশনে রাজস্ব আয় বেড়েছে ২ কোটি ৩০ লাখ টাকা

অনলাইন ডেক্স
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ

চলতি বছর ইজারা প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ হওয়ায় বরিশাল সিটি করপোরেশনে (বিসিসি) ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে রাজস্ব আয়। এবার প্রায় ২ কোটি ৩০ লাখ টাকা রাজস্ব আয় হয়েছে। যা গতবছরের তুলনায় অত্যন্ত বেশি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগে বিসিসির আওতাধীন হাট-বাজার, পুকুর, বাসস্ট্যান্ড এবং শৌচাগারের বার্ষিক লিজ প্রদান বাবদ আয় ছিলো সর্বোচ্চ ১ কোটি ২০ লাখ টাকা। এবার সেই একই ইজারায় আয় হয়েছে সাড়ে তিন কোটি টাকা। পূর্বে কেন এতো কম রাজস্ব আয় হয়েছিলো তা নিয়ে তদন্ত করার কথা জানিয়েছেন বিসিসির দায়িত্বশীল কর্মকর্তারা।

সূত্রে আরও জানা গেছে, গত বছরের তুলনায় এবার হাট-বাজারগুলোর ইজারা অনেক বেশি দামে হয়েছে। এরমধ্যে বরিশাল জেলা পাইকারী মৎস্য বাজার থেকে গতবছর আয় হয়েছিলো ১০ লাখ টাকা। এবার তা ইজারা হয়েছে ৭০ লাখ টাকায়। একইভাবে রূপাতলী হাউজিং বাজারের ইজারা বেড়ে ২০ লাখ টাকা হয়েছে। যা পূর্বে ছিলো মাত্র ৭৪ হাজার টাকা।

বিসিসি’র প্রশাসক রায়হান কাওছার বলেন, আমরা আইনের বাস্তবায়ন করেছি এবং কৌশল করে টেন্ডার ড্রপিং পয়েন্ট বাড়িয়ে দিয়েছি। ফলে আগে যেখানে দরপত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ হতো, সেখানে এবার ছিলো শান্তি। এখন একে অপরকে দোষারোপের পরিবর্তে সরকার এবং জনগণ সমানভাবে উপকৃত হচ্ছে।

তিনি আরও জানান, এবার বিপুল সংখ্যক দরপত্র ফরম বিক্রি হয়েছে। যার পরিমাণ ছিলো সাতশ’টি, যা বিগত ১৫ বছরে সর্বোচ্চ। এবছর রাজস্ব আয়ের পুরো প্রক্রিয়া ছিলো আগে যা ঘটতো তার বিপরীত। বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারি বলেন, আমরা চেষ্টা করছি সবার অংশগ্রহণ নিশ্চিত করতে। তা হয়েছে। আগামীতে আরও স্বচ্ছতা বজায় রাখতে ই-টেন্ডার চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..