যশোর-বেনাপোল মহাসড়ক নিরাপদ ও নিরাপত্তার স্বার্থে ঝিকরগাছার নাভার হাইওয়ে পুলিশের ওসি রোকনুজ্জামান রোকন’র প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছেন।
বুধবার (১৬ এপ্রিল) সকাল ১১টার থেকে সরাদিন ব্যাপী এই কর্যক্রমে যশোর থেকে বেনাপোল, নাভারন মোড় হতে বেলতলা পর্যন্ত হাইওয়ের পাশে ছোট বড় বিভিন্ন প্রতিষ্ঠান ও পেট্রোল পাম্পের মালিক পক্ষকে সকল ধরনের নিরাপত্তা সহ দুর্ঘটনা প্রতিরোধ, সহিংসতা, চুরি, ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে অপরাধ তত্ত্ব সংগ্রহের গুরুত্বপূর্ণ মহাসড়কে কাভার করে প্রশাসনের তদন্তের বা প্রমাণ পাওয়ার সুবিধার্থে গাড়ির সামনে ও পিছনে নাম্বার প্লেট ও ব্যক্তি চিহ্নিত করণের জন্য সিসি ক্যামেরা লাগানোর জন্য প্রতিষ্ঠানের মালিকপক্ষকে অনুরোধপত্র দিয়েছেন।
সেই সাথে মালিক পক্ষের সহিত মহা সড়কের নিরাপত্তার বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। নাভার হাইওয়ে পুলিশের পক্ষে প্রায় ৩০টি প্রতিষ্ঠানকে অবগত করে চিঠি দেওয়া হয়েছে। আরও গুরুত্বপূর্ণ স্থান চিহ্নিত করে আবারও অবগত করা হবে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম চলমান থাকবে। ইতিমধ্যে কিছু কিছু জায়গায় মহাসড়ক কাভার করে এমন পজিশনে সিসি ক্যামেরায় স্থাপন করা হয়েছে। এমন মহতি উদ্যোগ গ্রহণ করার বিভিন্ন স্থান থেকে নাভার হাইওয়ে পুলিশের ওসি রোকুনুজ্জামান রোকন প্রশংসা পাচ্ছেন।
ঝিকরগাছার নাভার হাইওয়ে পুলিশের ওসি রোকুনুজ্জামান রোকন বলেন, পেট্রোল পাম্পসহ রাস্তা সংলগ্ন বিভিন্ন প্রতিষ্ঠানে এই কাজ চলমান থাকবে। ফিলিং স্টেশন মালিক ও বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের মালিক পক্ষ বিষয়টি ভালোভাবে গ্রহণ করছেন এবং আরও গুরুত্বপূর্ণ স্থান চিহ্নিত করে আবারও অবগত করা হবে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম চলমান থাকবে। এছাড়াও যে সকল প্রতিষ্ঠানে সামনে ক্যামেরা স্থাপন করা হয়নি তারা দ্রুত ব্যবস্থা নেবে মর্মে আমাদেরকে আশ্বস্ত করেছেন।