14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বিপিএলের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান আজ

admin
November 20, 2015 12:53 am
Link Copied!

ক্রীড়া ডেস্ক: আগামী ২২ নভেম্বর মাঠে গড়াবে বিপিএলের প্রথমদিনের খেলা। তার আগে শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হৃতিক রোশন, জ্যাকুলিন ফার্নান্দেজ, মমতাজদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে বিপিএলের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান।

শুক্রবার বিকেল তিনটায় দর্শকদের জন্য গেইট খুলে দেয়া হবে। মূল অনুষ্ঠান শুরু হবে চারটায়। প্রথমে বাংলাদেশের জনপ্রিয় মডেল মৌ পারফরম্যান্স করবেন। এরপর জনপ্রিয় ব্যান্ড চিরকুট ও এলআরবি পারফরম্যান্স করবে।

তারপরের আকর্ষণ বাংলাদেশের জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী মমতাজ ও ভারতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী কেকে। রাত আটটায় অনুষ্ঠিত হবে বিপিএলের মূল উদ্বোধনী অনুষ্ঠান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। ছয়টি দলের অধিনায়ক ও কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।

শেষে বলিউড তারকা হৃত্বিক রোশন ও জ্যাকুলিন ফার্নান্দেজের পারফরম্যান্স। দর্শকদের বিনোদনের জন্য আতশবাজি ও লেজার শো’র ব্যবস্থাও থাকবে।

এই উদ্বোধনী অনুষ্ঠানের বাজেট প্রায় সাড়ে তিন কোটি টাকার। উদ্বোধনী অনুষ্ঠানের মূল স্পন্সর চিটাগাং ভাইকিংসের মালিক ‘ডিবিএল গ্রুপ’। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ অনুষ্ঠান সম্পর্কিত যাবতীয় বিষয় সম্পর্কে জানানো হয়েছে। এ সময় বিসিবি কর্মকর্তা ও ডিবিএল গ্রুপের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

http://www.anandalokfoundation.com/