শুক্রবার বিকেল তিনটায় দর্শকদের জন্য গেইট খুলে দেয়া হবে। মূল অনুষ্ঠান শুরু হবে চারটায়। প্রথমে বাংলাদেশের জনপ্রিয় মডেল মৌ পারফরম্যান্স করবেন। এরপর জনপ্রিয় ব্যান্ড চিরকুট ও এলআরবি পারফরম্যান্স করবে।
তারপরের আকর্ষণ বাংলাদেশের জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী মমতাজ ও ভারতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী কেকে। রাত আটটায় অনুষ্ঠিত হবে বিপিএলের মূল উদ্বোধনী অনুষ্ঠান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। ছয়টি দলের অধিনায়ক ও কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।
শেষে বলিউড তারকা হৃত্বিক রোশন ও জ্যাকুলিন ফার্নান্দেজের পারফরম্যান্স। দর্শকদের বিনোদনের জন্য আতশবাজি ও লেজার শো’র ব্যবস্থাও থাকবে।
এই উদ্বোধনী অনুষ্ঠানের বাজেট প্রায় সাড়ে তিন কোটি টাকার। উদ্বোধনী অনুষ্ঠানের মূল স্পন্সর চিটাগাং ভাইকিংসের মালিক ‘ডিবিএল গ্রুপ’। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ অনুষ্ঠান সম্পর্কিত যাবতীয় বিষয় সম্পর্কে জানানো হয়েছে। এ সময় বিসিবি কর্মকর্তা ও ডিবিএল গ্রুপের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।