× Banner
সর্বশেষ
টি২০ এশিয়া কাপ চ্যাম্পিয়ান ভারত, জয়ের নায়ক তিলক ভার্মা এশিয়া কাপ জেতায় ভারতীয় টিমকে মোদির অভিনন্দন দুর্গাপূজার নিরাপত্তায় দুই মন্ত্রণালয়ের ৮০ হাজার কর্মকর্তা-কর্মচারী মাঠে থাকবে-উপদেষ্টা শারমীন এস মুরশিদ। শীঘ্রই গঠন হবে তথ্য কমিশন : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা দুর্গাপূজায় মণ্ডপের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা বেড়েছে- স্বরাষ্ট্র উপদেষ্টা মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদপুরে এন্টিভেনম দেওয়ার মিনিটের মধ্যেই সাপে কাটা রোগীর মৃত্যু কোটালীপাড়ার সিদ্ধান্তবাড়ী ষষ্ঠীপূজায় শুরু পাঁচ দিনের শারদীয় দুর্গোৎসব টসে জিতে ভারত বোলিং এর সিদ্ধান্ত, খেলছেন না হার্দিক পান্ডিয়া অপরাজিতা ফুলের উপকারিতা

জেনে নিন মূলাধার চক্র কি?

admin
হালনাগাদ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০১৫

আচার্য ব্রজেশ্বরানন্দ অবধুতঃ মানব মনে রয়েছে মূলতঃ ৫০টা বৃত্তি। আমাদের শরীরের ছয়টি চক্রে এই ৫০টি বৃত্তি রয়েছে। এদের মিলিত নাম হ’ল চিত্ত বৃত্তি। মূলাধার চক্রে রয়েছে ৪টি বৃত্তি যা আসলে মানব জীবনের মৌলিক ইচ্ছা ও আকাঙ্ক্ষার দ্যোতক। জীবনের সর্বক্ষেত্রের সকল ইচ্ছার মূল এখানে নিহিত রয়েছে। স্থূল দৈহিক কামনা-বাসনা থেকে সূক্ষ্মতম আধ্যাত্মিক এষণা সবই এতে বিধৃত।প্রসুপ্ত জীবভাব বা কুলকুন্ডলিনী শক্তিরও এটা আধার। এই চক্রের বৃত্তিগুলি হ’ল,-

কাম (Physical longing)- জাগতিক এষণা। প্রয়োজনীয় বা অপ্রয়োজনীয় স্থূল জাগতিক বস্তু পাবার আকাঙ্ক্ষা। এই বৃত্তির প্রভাবেই মানুষ তার অস্তিত্ব রক্ষার প্রয়োজনে অন্ন, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান তথা বিভিন্ন জাগতিক প্রয়োজনীয় বা অপ্রয়োজনীয় ভোগ্যবস্তুর দিকে ছুটে যায়।

অর্থ (Psychic longing)মানসিক এষণা। বুদ্ধি, নিরাপত্তা ও মানসিক শান্তি পাবার আকাঙ্ক্ষা। মানুষ শুধু জাগতিক স্তরে নয়, তার বৌদ্ধিক জগতের সম্পদকেও তার ভোগের আওতায় আনতে চায়। সাহিত্য, শিল্প, সঙ্গীত তথা বিভিন্ন জ্ঞান-বিজ্ঞানের জগতে সে ছুটে চলে তার মানসিক শান্তির জন্য।

ধর্ম (Psycho-Spiritual longing)- মানস-আধ্যাত্মিক এষণা। সূক্ষ্মতর ভাব ও অনুভূতি উপলব্ধির এষণা, জীবনের উদ্দেশ্য সাধনের আকাঙ্ক্ষা। জাগতিক ও মানসিক জগতের ভোগোপদানে অতৃপ্ত মন ছুটে চলে মানস-আধ্যাত্মিক জগতে শান্তির আশায়।

৪।মোক্ষ (Spiritual longing) আত্মোপলব্ধির এষণা। পরমাত্মার সঙ্গে একাত্ম হয়ে যাবার আকাঙ্ক্ষা। আর এই আত্মোপলব্ধির মাধ্যমেই মানুষ সংসারের সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়ে আনন্দঘন সত্তায় সমাহিত হতে পারে। পায় পরমাশান্তি।


এ ক্যটাগরির আরো খবর..