× Banner
সর্বশেষ
রাশিয়া থেকে ৫২ হাজার ৫ শত মেট্রিক টন গম নিয়ে জাহাজ চট্টগ্রামের কুতুবদিয়া বর্হিনোঙ্গরে পৌঁছেছে অপরিচ্ছন্নতা ও কর্মকর্তা কর্মচারীদের খাম খেয়ালীপনার মধ্যে দিয়ে চলছে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কোন অপশক্তি বেড়ে গেলে বিএনপি প্রতিহত করবে -ইঞ্জিনিয়ার আবদুস সোবহান খাগড়াছড়িতে প্রশাসনের ১৪৪ ধারা জারির মধ্যেই চলছে অবরোধ বেনাপোলে রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন আজ নবদুর্গার সপ্তম রূপে দেবী কালরাত্রির পূজা আজ ২৯ সেপ্টেম্বর সোমবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার(২৯ সেপ্টেম্বর) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে টি২০ এশিয়া কাপ চ্যাম্পিয়ান ভারত, জয়ের নায়ক তিলক ভার্মা এশিয়া কাপ জেতায় ভারতীয় টিমকে মোদির অভিনন্দন

নিউজ ডেস্ক

আজ শর্তসাপেক্ষে পাইকগাছার ষোলআনা সমবায় সমিতির নির্বাচন

admin
হালনাগাদ: রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২
আজ শর্তসাপেক্ষে পাইকগাছার ষোলআনা সমবায় সমিতির নির্বাচন

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি: ষোলআনা সমবায় সমিতির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দেখা দিলেও শর্তসাপেক্ষে নির্বাচন অনুষ্ঠিত হবে।

মহামান্য রাষ্ট্রপতি’র আদেশক্রমে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন করার বাধ্যবাধকতা থাকায় ষোলআনা ব্যবসায়ী সমিতির নির্বাচন ২৪ জানুয়ারি সোমবার অনুষ্ঠিত হবে। তবে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার ক্ষেত্রে ভোটারদের দশটি গ্রুপে বিভক্ত করে ভেন্যু পরিবর্তন করে স্বাস্থ্যবিধি মেনে নির্বাচন অনুষ্ঠান করার জন্য নির্বাচন পরিচালনা কমিটির সভাপতিকে নির্দেশনা দেয়া হয়েছে।

ভেন্যু পরিবর্তন করে পৌরসভার শিববাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। শুধুমাত্র নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং ভোটার ছাড়া কেউ উপস্থিত হতে পারবে না। ৫ টি পদের বিপরিতে ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

সভাপতি পদে ৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন, তারা হলেন জি এম শুকুরুজ্জামান (আনারস), গাজী শহিদুল ইসলাম (ছাতা), মোঃ জাহাঙ্গীর আলম (চেয়ার), সহ-সভাপতি পদে সন্দীপ কুমার সানা (উড়োজাহাজ), সোহেল রাশেদ জনি (মোটরসাইকেল), সাধারণ সম্পাদক পদে শেখ ফজলুর রহমান (মাছ), শেখ মুরশাফুল আলম (ফুটবল), কোষাধ্যক্ষ পদে এটিএম নাহিদুজ্জামান (প্রজাতি), মোশারফ হোসেন (দেয়াল ঘড়ি), সঞ্জীব কুমার (রিক্সা), সদস্য পদে শেখ আঃ আজিজ (মোরগ), আবুল কালাম আজাদ (মোবাইল), আশরাফুল ইসলাম রাবু (বই), ইউসুফ সরদার (ডাব), নুরু গাজী (কাপ পিরিজ), রাজীব কুমার মন্ডল (টেলিভিশন), রিমন শেখ (টেবিল), সেলিম শাহরিয়া (মোমবাতি), হাবিবুর রহমান (মই) ও হারুন অর রশীদ (কলস) প্রতিক নিয়ে নির্বাচনের মাঠে প্রতিযোগিতা করছেন। এ নির্বাচনে ১০৩৪ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।


এ ক্যটাগরির আরো খবর..