পাইকগাছা(খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় পানির লাইন সংযোগ দেয়ার সময় ভবনের দো-তলা থেকে পড়ে সবুজ সরদার (৩২) নামে এক মিস্ত্রির মৃত্যু হয়েছে।সে পৌরসভার ৫ নং ওয়ার্ডের শাহাজান সরদারের ছেলে।
রোববার সকাল ৮ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডাট( সাবেক) শেখ শাহাদাৎ হোসেন বাচ্চুর পৌরসভার নতুন ভবনের পানির লাইনের সংযোগ দিতে আসে। সকাল আনুমানিক সাড়ে ৯ টায় দো-তলায় কাজ করার সময় কার্নিস ভেঙ্গে নীচে পড়ে বুকে গুরুতর আঘাত পায়।এ সময় তাকে হাসপালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পথে তার মৃত্যু হয়। সহকারী পুলিশ সুপার ডি-সার্কেল মোঃ সাইফুল ইসলাম ও অফিসার ইনচার্জ জিয়াউর রহমান ঘটনা স্থল পরিদর্শন করেন।পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশটি তাদের কাছে হস্থান্তর করা হয়। থানায় অস্বাভাবিম মৃত্যু মামলা হয়েছে বলে ওসি জিয়াউর রহমান জানান।