13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সাপাহারে ৩৩৩ এ কল করে পেলেন খাদ্য সহায়তা

Palash Dutta
April 30, 2021 1:06 pm
Link Copied!

প্রদীপ সাহা,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে করোনা ভাইরাসের সংক্রমন রোধে চলমান লকডাউনে কাজ না থাকায় অনাহারে থাকা পরিবার গুলোকে খাদ্য সহায়তা করছেন উপজেলা প্রশাসন।

শুক্রবার সকাল ১০টায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্ল্যাহ আল মামুন জানান,গত বৃহস্পতিবার বিকেলে ৩৩৩ এ কল করে উপজেলার গাঞ্জাকুড়ী গ্রামের সিরাজুল,আশরাফুল ও হারুন অর রশিদ এই ৩জন ব্যক্তি খাদ্য সহায়তা চেয়েছেন, আমি তাদের পরিবারের খোঁজ-খবর নিয়ে তাদের খাদ্য সহায়তা দিয়েছি, এখানে দ্বায়িত্ব পাওয়ার পরে এ পর্যন্ত ১৮টি পরিবারে জরুরী খাদ্য সহায়তা প্রদান করেছি।

নবাগত ইউ.এন.ও. আরো বলেন, করোনায় কর্মহীন হয়ে পড়া দরিদ্র মানুষকে মানবিক সহায়তা দিতে সরকার এ পর্যন্ত ৫৭৪ কোটি ৯ লাখ ২৭ হাজার টাকা বরাদ্দ দিয়েছে।

তিনি আরো জানান,এই উপজেলায় যারা ৩৩৩ এ কল করে খাদ্য সহায়তা চাইবেন তাদের সবার বাড়ি গিয়ে যাচাই-বাছাই করে যারা খাদ্য সহায়তা পাওয়ার যোগ্য তাদেরকে দেওয়া হবে।

http://www.anandalokfoundation.com/