13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

আবার ৪৩টি এপস নিষিদ্ধ করে দিলো ভারত সরকার

Brinda Chowdhury
November 24, 2020 7:51 pm
Link Copied!

ভারতের অখন্ডতা, সুরক্ষা, প্রতিরক্ষা আর সার্বজনীন ব্যবস্থার জন্য পূর্বাগ্রহী গতিবিধিতে সংযুক্ত থাকার তথ্যের ভিত্তিতে ফের ভারত সরকার আবার ৪৩টি এপস নিষিদ্ধ করে দিলো।

আজ ২৪ অক্টোবর মঙ্গলবার রাষ্ট্রীয় সুরক্ষার কারণ দেখিয়ে ৪৩ টি মোবাইল এপস নিষিদ্ধ করে দিলো ভারতের মোদি সরকার।

মোদি সরকার এই পদক্ষেপ ইনফরমেশন টেকনোলজি আইন ৬৯ এ অনুযায়ী উঠিয়েছে। সরকার এই বিষয়ে জানিয়েছে যে এই অ্যাপ এর বিরুদ্ধে এই পদক্ষেপ ভারতের অখন্ডতা, সুরক্ষা, প্রতিরক্ষা আর সার্বজনীন ব্যবস্থার জন্য পূর্বাগ্রহী গতিবিধিতে সংযুক্ত থাকার তথ্যের ভিত্তিতে করা হয়েছে।

এর আগে ভারত সরকার তিনবার App এ নিষেধাজ্ঞা জারি করেছে। সরকার ২৯ জুলাই চীনের ৪৮ টি App নিষিদ্ধ করেছিল। সেগুলোর মধ্যে জনপ্রিয় App টিকটকও ছিল। এরপর সরকার আবার ৫৯ টি App নিষিদ্ধ করে দেয়। এরপর সেপ্টেম্বরে আরও একবার কড়া পদক্ষেপ নিয়ে কেন্দ্র সরকার পাবজি সমেত ১১৮ টি চীনা মোবাইল App ব্যান করে দেয়।

http://www.anandalokfoundation.com/