13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

স্বাধীনভাবে কাজ করছে বিচার বিভাগ

admin
February 9, 2017 6:47 pm
Link Copied!

বিশেষ প্রতিবেদকঃ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, ‘বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে।’ তিনি আরো বলেন, অপরাধীদের ছাড়া হবে না, জামিনও দেওয়া হবে না।

আজ বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামে শ্রীশ্রী শচীঅঙ্গন ধামের ৩৬তম বার্ষিক উৎসবে সংবর্ধনা অনুষ্ঠানে বিচারপতি এস কে সিনহা এ কথা বলেন। উৎসবে প্রধান বিচারপতিকে সংবর্ধনা দেওয়া হয়।

প্রধান বিচারপতি বলেন, ‘আমি আপনাদের আশ্বস্ত করতে পারি, আমার বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে। এখানে নিরপরাধ যারা, যাদেরকে পুলিশ হয়রানিমূলকভাবে আটক করেছে, তাদের ছেড়ে দেবে। কিন্তু যারা অপরাধী তাদের ছাড়বে না, জামিনেও দেবে না।’

প্রধান বিচারপতি আরো বলেন, ‘আমরা স্বাধীনতা অর্জন করেছি ধর্মনিরপেক্ষতা রাখার জন্য। পাকিস্তানে ধর্মের প্রতি যে উগ্রতা ছিল, আমাদের দ্বিতীয় শ্রেণির নাগরিক হিসেবে দেখা হতো। এর বিরুদ্ধেই আমাদের বঙ্গবন্ধু লড়াই করেছেন এবং স্বাধীনতা ছিনিয়ে এনেছেন।’

এস কে সিনহা বলেন, ‘ধর্মনিরপেক্ষতা মানে অন্য ধর্মকে আঘাত করা নয়।’ তিনি স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশে বলেন, ‘আপনারা ধর্ম পালন করতে গিয়ে ঢোল-বাজনা বাজাবেন, তবে আজান ও নামাজের সময় ঢোল-বাজনা বাজানো থেকে বিরত থাকবেন।’ আর মুসলমানদের উদ্দেশে তিনি বলেন, ‘হিন্দুরা যাতে তাঁদের ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে পালন করতে পারেন, সে ব্যাপারে আপনাদের সহযোগিতা প্রয়োজন।’

প্রধান বিচারপতি আরো বলেন, ‘হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় কিছু অংশে বেশ কিছু উগ্রবাদী শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করেছিল। সময়মতো অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় এখন মোটামুটি শান্ত। বাহুবলে একসময় হত্যা, ডাকাতি, ছিনতাই প্রায়ই ঘটত। এ পরিস্থিতিও এখন কমেছে।’

অধ্যাপক নিখিল রঞ্জন ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার আবু সৈয়দ দিলজার হোসেন, হবিগঞ্জের জেলা প্রশাসক সাবিনা আলম, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, বাহুবল উপজেলার চেয়ারম্যান আবদুল হাই।

http://www.anandalokfoundation.com/