13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সুখ সুস্বাস্থ্যের জন্য অপরিহার্য নয়

admin
December 13, 2015 3:45 pm
Link Copied!

স্বাস্থ্য ডেস্ক: নতুন এক গবেষণায় দেখা গেছে, সুখ মানুষের উপকারে আসে না।

‘দ্য ল্যান্সেট’ নামক একটি সংস্থা গত দশ বছর ধরে ব্রিটেনের দশ লাখ নারীর সঙ্গে কথা বলে এক সমীক্ষা-প্রতিবেদন প্রকাশ করেছে। যেখান থেকে জানা যাচ্ছে সুখ মানুষের স্বাস্থ্য বৃদ্ধি ঘটায় না, এমনকী বেশি দিন বাঁচতেও সাহায্য করে না৷ মানুষ কতদিন বাঁচবে সেটা কোনও মতেই সে কতটা সুখী তার উপর নির্ভর করে না৷

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল স্ট্যাটিসটিক্স এবং এপিডেমিওলজি-র অধ্যাপক এবং এই গবেষণার সঙ্গে যুক্ত স্যার রিচার্ড পেটো জানিয়েছেন, ‘গোমড়া-মুখোদের পক্ষে এটা খুবই সুখবর৷ যা সত্যি নয়, সেটা বিশ্বাস করা মোটেই কাজের কথা নয়৷ কারণ, স্বাস্থ্য এবং শরীর নিয়ে বিশ্বাস করার মতো সত্যি তত্ত্ব অনেক রয়েছে৷’

এই নতুন সমীক্ষায় দেখা গিয়েছে কার্য এবং কারণের মধ্যে অনেক পার্থক্য রয়েছে৷ অসুখীভাব মানুষকে কোনও মতেই অসুস্থ করে তোলে না বরং তার বিপরীতটাই ঘটে৷ ১৯৯৬ সাল থেকে শুরু করে ২০০১ সাল পর্যন্ত নেওয়া এই সমীক্ষায় বেছে নেওয়া হয়েছিল ১০ লাখ নারী। যাদের বয়স ৫০ থেকে ৭০-এর মধ্যে৷ তাঁদের দেওয়া হয়েছিল লম্বা এক প্রশ্নপত্র, যেখানে জানতে চাওয়া হয়েছিল তাঁদের অসুস্থতার বিস্তৃত রেকর্ড৷ এটাও জানতে চাওয়া হয়েছিল, এই দীর্ঘ সময়ে তাঁরা কতবার সুখী থেকেছেন এবং সেই সময় তাঁদের স্বাস্থ্য এবং অসুস্থতা (যেমন রক্তচাপ, ডায়াবেটিস, অ্যাজমা, আর্থারাইটিস ইত্যাদি) কেমন ছিল৷

রিচার্ড পেটো বলেন, ‘সুখী থাকার প্রসঙ্গ এই প্রশ্নপত্রে ছিল কারণ সবাই অকারণে কেবল সুখীই হতে চান৷’

এই ১০ লাখ নারী প্রশ্নপত্রের উত্তর জড়ো করে যে বিশ্লেষণ-ফলাফল পাওয়া গিয়েছে তাতে দেখা গিয়েছে অসুখীভাব এবং মানসিক চাপ কোনওভাবেই মৃত্যু-সম্ভাবনা বাড়িয়ে তোলে না৷ তবে পুরুষদের ক্ষেত্রে এই ফলাফল কী হবে সেটা স্পষ্ট নয়৷ অন্তত সমীক্ষার অর্ন্তগত ৫ লাখ নারী মূলত অসুখী, কিন্তু তাঁরা সবাই দিব্বি সুস্থ আছেন এবং তাঁরা আশা করছেন আরও কয়েক দশক তাঁরা সুস্থভাবেই বেঁচে থাকবেন৷

সমীক্ষা-বিশ্লেষণে আরও বলা হয়েছে যদিও অসুখীভাব স্বাস্থ্যের সঙ্গে সরাসরি যুক্ত নয়, তবু এই রকম মনের অবস্থা কিছু ক্ষতি করতে পারে৷ এই ক্ষতি বাড়িয়ে দিতে পারে আত্মহত্যার প্রবণতা অথবা অতিরিক্ত মদ্যপানে আসক্তি৷

রিচার্ড পেটো মন্তব্য করেন, ‘এই নতুন সমীক্ষার ফলাফল নিশ্চিতভাবে অসুখীভাব নিয়ে মানুষের মনোভাবের বদল ঘটাবে৷ কিন্তু দুঃখের ব্যাপার হল মানুষ তা সত্ত্বেও বিশ্বাস করে অসুখীভাব কিংবা মানসিক চাপ হৃদরোগে আক্রান্ত হওয়ার কারণ।’

http://www.anandalokfoundation.com/