13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

রাপু’র ব্লুটুথ স্পিকার

admin
January 24, 2016 3:14 pm
Link Copied!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: ফোনের লাইডস্পিকার দিয়ে কি স্বাধ মেটে!  তাইতো দরকার পরে ব্লুটুথ স্পিকারের। এই স্পিকার ফোনের ব্যাটারি অক্ষত রেখেই ঘণ্টার পর ঘণ্টা আপনাকে গান শোনাতে পারবে। বাজারে এমনই একটি ব্লুটুথ স্পিকার এনেছে রাপু। মডেল  এ ৩০০। দেশে রাপুর একমাত্র পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড (প্রাইভেট) লিমিটেড।

এটি মূলত ব্লুটুথ মিনি এনএফসি স্পিকার। ফলে দ্রুত ফোনের সঙ্গে সংযোগ দেয়া যাবে। এটিতে ব্লুটুথ ৪.০ নেটওয়ার্ক কানেকটিভি রয়েছে। ব্লুটুথের পাশাপাশি এটি ক্যাবলের মাধ্যমেও ফোন কিংবা ল্যাপটপ, ডেস্কটপে সংযোগ দেয়া যাবে। স্পিকারটিতে মাল্টি পয়েন্ট কানেকশন রয়েছে।

স্পিকারটি রেডিয়েশন এয়ারফ্লো ইনভার্টেট টেকনোলজিতে তৈরি। এটিতে ইন্ট্রিগ্রেটেড মাইক্রোফোন আছে।

রাপুর এই মাল্টিফাংশনাল স্পিকারটি রিচার্জেবল লিথিয়াম আয়ন ব্যাটারি সংযোজন করা হয়েছে। ব্যাটারি একবার সম্পূর্ণ চার্জ হলে এটি দিয়ে ১২ ঘণ্টা পর্যন্ত গান শোনা যাবে। সাদা, লাল, সোনালিসহ কয়েকটি রঙে স্পিকারটি পাওয়া যাবে।

দেশের বাজারে রাপুর এ ৩০০ মডেলের এই স্পিকারটির মূল্য ৫ হাজার টাকা।

http://www.anandalokfoundation.com/