13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্রের নিন্দায় ইরান

admin
January 19, 2016 11:04 am
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক: নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ার একদিন পর দেশটির ওপর যুক্তরাষ্ট্র নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করায় নিন্দা জানিয়েছে ইরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ‘আইনগত ও নৈতিকভাবে অবৈধ’।

গত অক্টোবরে ইরান ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়। এই ক্ষেপণাস্ত্র পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম। ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর বিষয়টি স্বীকার করে ইরান এবং যুক্তরাষ্ট্র এর নিন্দা জানায়। সবেশেষ এ কাজের জন্য ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করল যুক্তরাষ্ট্র।

বিবিসি অনলাইনের এক খবরে সোমবার এ তথ্য জানানো হয়েছে।

নতুন নিষেধাজ্ঞা আরোপের ফলে ইরানের পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র পরীক্ষায় যারা যুক্ত ছিলেন, তারা যুক্তরাষ্ট্রের ব্যাংকিং ব্যবস্থায় অংশ নিতে পারবেন না।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি। যে কারণে তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো।

তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন জাবের আনসারি বলেছেন, যে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে, তা পরমাণু অস্ত্র বহনে সক্ষম নয়।

http://www.anandalokfoundation.com/