মেহের আমজাদ,মেহেরপুরঃ মেহেরপুর বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় মেয়েদের জন্য মাসব্যাপী ক্রিকেট প্রশিক্ষণের উদ্বোধন করলেন জেলা ক্রীড়া অফিসার।
আজ সকালে মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে মাসব্যাপী ক্রিকেট প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০১৯-২০২০ ইং এর আওতায় মেহেরপুর জেলার একমাত্র মাধ্যমিক বিদ্যালয়ের প্রমিলা ক্রিকেট টিমকে এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। গাংনী উপজেলা নিবার্হী কর্মকর্তা দিলারা রহমান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মাসব্যাপী ক্রিকেট প্রশিক্ষণের উদ্বোধন ঘোষণা করেন।
মেহেরপুর জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোডপুকুরিয়া মাধ্যমিক বিদ্যালযের প্রধান শিক্ষক হাসান আল নূরানী। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ফজলুর রহমান,সহকারী শিক্ষক হুমায়ুন কবীর সুমন প্রমুখ । মাসব্যাপী মেয়েদের ক্রিকেট প্রশিক্ষণে মোট ৩০ জন ছাত্রী অংশগ্রহণ করছে। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান বলেছেন, শুধু জ্ঞান অন্বেষণে নয়, মেয়েদের এগিয়ে যেতে হবে খেলা ধুলাতেও। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে নারীরাও এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের নারী ক্রিকেট দলের সাফল্য তুলে ধরে তিনি বলেন একদিন এই জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকেও জাতীয় ক্রিকেট টিমে জায়গা করে নিতে হবে।