13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মাধ্যমিক স্কুল শিক্ষা জাতীয়করণের দাবীতে স্মারকলিপি প্রদান

admin
June 1, 2016 7:18 pm
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে মাধ্যমিক স্কুল শিক্ষা জাতীয় করণের দাবীতে প্রধান মন্ত্রী ও শিক্ষা মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

২০২১ সালের মধ্যে দেশকে মধ্যময়ের দেশে রুপান্তরিত করার লক্ষে দক্ষ, যোগ্য ও সত মানব সম্পদ সৃষ্টি করতে বিক্ষিপ্তভাবে স্কুল- কলেজ জাতীয়করণ বন্ধ করে আগামী ২০১৬-১৭ অর্থবছরের মধ্যে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সকল মাধ্যমিক স্কুল শিক্ষা জাতীয়করণ, মাধ্যমিক স্কুল শিক্ষা জাতীয়করণের পূর্বে সরকারি স্কুলের শিক্ষক- শিক্ষাকর্মীদের অনুরূপ বেসরকারি শিক্ষক- শিক্ষাকর্মীদের স্কেল অনুসারে বার্ষিক ইনক্রিমেন্ট, পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা, পাহাড়ী অঞ্চলের শিক্ষক-শিক্ষাকর্মীদের পাহাড়ী ভাতা, প্রধান শিক্ষকদের প্রাপ্য স্কেল, সৃষ্ট পদে নিয়োগ প্রাপ্তদের এমপিও-ভুক্তি, ৬০ বছর পর ৬৫ বছর পর্যন্ত কলেজ শিক্ষকদের অনুরূপ স্কুল শিক্ষকদের চাকুরির মেয়াদ বৃদ্ধি অনুমোদন, চাকুরি নিরাপত্তা আইন প্রনয়ন, জাতীয় রাজস্ব বাজেট থেকে বিশেষ আর্থিক বরাদ্দ প্রদান পূর্বক অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্ট হতে প্রাপ্য অর্থ অবসরে যাওয়া শিক্ষক-শিক্ষাকর্মীদের আবেদনপত্র দাখিলের ২/৩ মাসের মধ্যে পরিশোধ করা সহ বিভিন্ন দাবীতে মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসার নাহিদ-উল-মোস্তাক এর মাধ্যমে প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষা মন্ত্রী নাহিদ হাসান বরাবর স্মারকলিপি প্রদান করেন। এছাড়াও নেতৃবৃন্দ স্থানীয় সংসদ সদস্য এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক বরাবর পৃথক স্মারকলিপি প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জয়দেব রায়, সাধারণ সম্পাদক হরেকৃষ্ণ দাশ, সহ-সভাপতি হায়দার আলী পাড়, প্রধান শিক্ষক দীপক চন্দ্র সরকার, সুকল্যাণ রায়, মুজিবর রহমান, গনেশ ভট্টাচার্য, শেখ আব্দুর রহমান, রমেন্দ্রনাথ মন্ডল ও আব্দুস সবুর সহ শতাধিক শিক্ষক মন্ডলী।

http://www.anandalokfoundation.com/