13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মটর সাইকেল নিয়ে বেপরোয়া কিশোররা ঘটছে দূর্ঘটনা

নিউজ ডেস্ক
December 2, 2021 8:31 pm
Link Copied!

সৈয়দ রাকিবুল ইসলাম : মাদারীপুরের ডাসার উপজেলার  সড়কে বেড়েছে  কিশোরদের বেপরোয়া গতিতে মটর সাইকেল নিয়ে  মহড়া। এতে করে ঘটছে বড় ধরনের দূর্ঘটনা।

সরেজমিনে দেখা দেখাযায় যে, উঠতি বয়সী ১৪/১৫ বছরের কিশোররা জনপ্রিয় সব স্পোর্টস মটর সাইকেল নিয়ে উপজেলার বিভিন্ন সড়কে  তীব্র গতিতে মটর সাইকেল নিয়ে একে অপরের সাথে  প্রতিযোগীতায় মেতে উঠছে। সম্প্রতি ডাসার উপজেলার নবগ্রামে কিশোরদের বেপরোয়া মটর সাইকেলের গতির চাপায় নিহত হয়েছে সাবেক ইউপি সদস্য পরিতোষ বাড়ৈ।এতে উর্দ্বিগ্ন সুশীল নাগরিক  সমাজ।
যে সকল কিশোর মটর সাইকেল নিয়ে সড়কে দাপিয়ে বেড়াচ্ছ, তাঁদের অধিকাংশই  নবম-দশম শ্রেণীর ছাত্র। সচেতন নাগরিক সমাজ মনে করেন অল্প বয়সী কিশোরদের হাতে  মটর সাইকেল কিনে দেওয়া অভিভাবকদের ঠিক নয়। অভিভাবকদের আরো বেশী সচেতন হতে হবে।তারা মনে উঠতি বয়সী কিশোরদের প্রতি অভিভাবকরা দায়িত্বশীল ভুমিকা পালন করতে হবে। তাদের লাগাম টেনে না ধরতে পারলে রাস্তায় বড় ধরনের দূর্ঘটনার শিকার হতে হবে। কিশোর গাং সহ সমাজে নানান অপরাধ মূলক কর্মকান্ড সংগঠিত হতে পারে।
তাছড়া  সড়কে  প্রশাসনের আরও কঠোর বিধি নিষেধ আরোপ করা দরকার বলে মনে করেন, সচেতন নাগরিক সমাজ।
http://www.anandalokfoundation.com/