13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছায় জাল ভিসা প্রদান করে বিদেশে পাঠানোর নামে লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়া

Rai Kishori
July 13, 2020 8:58 pm
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছায় জাল ভিসা প্রদান করে বিদেশে পাঠানোর নামে লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে এক প্রতারকের বিরুদ্ধে।

ঘটনাটি উপজেলার শ্রীকন্ঠপুর গ্রামে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ প্রতারককে আটক করে পাইকগাছা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠিয়েছে।

জানা গেছে, শ্রীকন্ঠপুর গ্রামের বাক্কার মোড়লের পুত্র ইকবাল মোড়ল শ্যামনগর গ্রামের নজরুল ইসলাম গাজীর স্ত্রী ইতি বেগমকে কাতার হাসপাতালে আয়া চাকরী দেয়ার কথা বলে দেড় লাখ টাকার চুক্তিতে ১ লাখ ২০ হাজার টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে বাকী ৩০ হাজার টাকার জন্য ৩শ টাকার ননজুডিসিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করে নেয়।

সর্বশেষ ১৭ জানুয়ারি ২০১৯ কাতার এয়ারলাইন্সের মাধ্যমে নজরুলের স্ত্রী ইতি বেগম কাতার বিমান বন্দরে পৌছালে জাল-তঞ্চকী ভিসার অভিযোগে পুলিশ তাকে আটক করে। এক মাস জেল খাটার পর ইতি বেগম দেশে ফিরলে শনিবার বিকালে ইকবালের কাছে টাকা ফেরত চাইলে সে টাকা দিতে পারবে না বলে জানিয়ে দেয়।

উপায়ান্তর না পেয়ে নজরুল ইসলাম গাজী বাদী হয়ে পাইকগাছা থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগের প্রেক্ষিতে রোববার রাতে প্রতারক ইকবাল মোড়লকে তার নানা বাড়ী শ্যামনগর থেকে আটক করে। ওসি এজাজ শফী জানায়, ইকবালের বিরুদ্ধে প্রতারণার আরো কয়েকটি অভিযোগ পেয়েছি।

http://www.anandalokfoundation.com/