13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

প্রেমিকের টানে বাংলাদেশ আসা ভারতীয় কিশোরীকে পতাকা বৈঠকে ফেরত

Link Copied!

প্রেমের টানে বাংলাদেশে ছুটে আসা ভারতীয় এক কিশোরীকে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর  করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি।
বৃহস্পতিবার সকাল ১০  টায় বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতের পেট্রাপোল ক্যাম্পের বিএসএফ সদস্যদের হাতে তুলে দেওয়া হয়।
 তাকে আনুষ্ঠানিক ভাবে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের হাতে তুলে দেওয়া হয়। এসময় সেখানে বিজিবি,বিএসএফ ও পুলিশসহ বিভিন্ন সরকারি সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।
৬ মাস আগে বাংলাদেশি যুবক সমর সরকারের সাথে ফেসবুকে পরিচয়,পরে বন্ধুত্ব থেকে প্রেম হয় ভারতের উত্তর ২৪ পরগনার রায়গঞ্জ উপজেলার গৌলইসারা গ্রামের পিংকী দাসের। ছেলের সাথে  সংসার বাঁধার আশায় পরিবারের কাউকে না জানিয়ে গত সপ্তাহে সীমান্ত পথে অবৈধ ভাবে বাংলাদেশ আসে পিংকি।  পরে  প্রেমিকের সাথে দেখা হওয়ার পর সে বিয়ে করতে অস্বিকার করলে ৫ দিনের মাথায় বাড়ি ফেরার সিদ্ধান্ত নেয় পিংকি। কিন্তু  পাসপোর্ট ভিসা ছাড়া সীমান্তে ঘোরাঘুরি করতে দেখে বিজিবি তাকে উদ্ধার করে।
এলাকাবাসী জানান, অবৈধ  অনুপ্রবেশে যে আইনি প্রক্রিয়া তা শিথিল করে বিজিবি মানবিকতা দেখিয়েছে কিশোরীর প্রতি।  ভারতে এমন অপরাধে কাউকে  আটকের পর দেশে ফিরতে অনেক সময় ২ বছর থেকে ১০ বছর পর্যন্ত দির্ঘ সময় লাগার নজির রয়েছে।
বেনাপোল বন্দর পরিচালক  রেজাউল করিম জানান,গত ২৮ জুন চুয়াডাঙ্গা সীমান্ত পথে অবৈধ ভাবে দালালের মাধ্যমে বাংলাদেশ এসেছিল বলে জানতে পেরেছি। বিজিবি উদ্ধার করে বিএসএফের কাছে কিশোরীকে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর করোছে।দ্রুত সময়ে হন্তান্তর কেবল দুই দেশের বন্ধুত্ব কারনে সম্ভব হয়েছে।
http://www.anandalokfoundation.com/