13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

‘নারীদের প্রতি শ্রদ্ধাবোধের বিষয়টি পরিবার থেকে শিক্ষা দিতে হবে’

Link Copied!

সন্তানের মূল্যবোধ, চরিত্র, চেতনা ও বিশ্বাস জন্ম নেয় পরিবার থেকেই। পরিবার এমন একটি স্থান, যেখানে প্রতিটি সদস্য তার চারিত্রিক গুণাবলি বিকশিত করার পর্যাপ্ত সুযোগ পায়। নারীদের প্রতি শ্রদ্ধাবোধের বিষয়টি পরিবার থেকে শিক্ষা দিতে হবে বলে উল্লেখ করেছেন আলোচকরা।

মঙ্গলবার (২৩ মে) ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডব্লিউবিবি) ট্রাস্টের কার্যালয়ে ‘যেখানে পরিবার, সেখানে ভালোবাসা’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

তারা বলেন, পরিবার হলো মানুষের সংঘবদ্ধ জীবন যাপনের এক বিশ্বজনীন রূপ। যার কারণে মানুষ সঙ্ঘবদ্ধ হয়ে সামাজিকতা মানবিকতা আর মনুষ্যত্ব, মূল্যবোধ, বিবেক নিয়ে সমাজে বসবাস করে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা মানুষের ধর্ম, ভাষা, সংস্কৃতি, জীবনযাপন সব আলাদা হলেও সমগ্র মানবজাতি একটি বৃহৎ পরিবার।

আলোচনা সভায় বক্তারা আরও বলেন, পর্যাপ্ত খেলাধুলার সুযোগ না পাওয়ায় শিশুদের মধ্যে কম্পিউটার-মোবাইলসহ বিভিন্ন ডিভাইসের প্রতি আসক্তি আসক্তি বেড়ে গেছে। এলাকাভিত্তিক খেলাধুলার মাধ্যম শিশুদের তৈরি হলে এ সমস্যা অনেকটাই সমাধান করা যাবে। পারিবারিক সম্পর্কের বন্ধন দৃঢ় করার পাশাপাশি এর যত্ন নেওয়াও সমানভাবে গুরুত্বপূর্ণ।

এসময় বক্তারা এলাকাভিত্তিক পরিত্যক্ত ও অব্যবহৃত স্থানে ছোট সামাজিকীকরণের স্থান বা পকেট পার্ক গড়ে তোলা, ছাদবাগান, ছাদ কৃষি, নগর কৃষি ও সবুজায়নকে উৎসাহ প্রদান করাসহ প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দাবি জানান।

ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের পরিচালক গাউস পিয়ারীর আলোচনায় সভায় সভাপতিত্ব করেন। ট্রাস্টের বিভাগীয় প্রধান সৈয়দা অনন্যা রহমানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন এইড ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক সাগুফতা সুলতানা, ইন্সাইট ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষিকা নাহিদ আক্তার, সমাজকর্মী আফরোজা বেগম ডেইজী, সমাজকর্মী সৈয়দা রত্না, বসবাসযোগ্য নগরীর কমিউনিকেশন অফিসার সানজিদা আক্তার, প্রকল্প কর্মকর্তা ডা. মিঠুন, প্রকল্প কর্মকর্তা প্রমা সাহা, ইনস্টিটিউট অব ওয়েলবিং বাংলাদেশের পলিসি অফিসার আ ন ম মাসুম বিল্লাহ প্রমুখ।

http://www.anandalokfoundation.com/