ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন মানবসেবার উদ্যোগে মুজিব বর্ষ উপলক্ষে ২০২০ টি চারা রোপন সম্পন্ন হয়েছে।
২৬ আগস্ট দুপুর ১২ টায় চারা রোপনের মাধ্যমে ২০২০ টি চারা রোপন কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা কৃষি অফিসার সেলিম রেজা।
এ সময় কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আসাদুজ্জামান, উপসহকারি কৃষি কর্মকর্তা জনাব মোঃ শরীয়ত উল্লাহ, মানবসেবার প্রতিষ্ঠাতা ও সভাপতি রাসেল মাহমুদ, সদস্য মেহেদি হাসান, মারুফ সহ এলাকা গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতি রাসেল মাহমুদ জানান, মুজিব বর্ষ উপলক্ষে ২০২০ সালে ২০২০ টি নাকিলে, সুপারি ও লেবুর চারা রোপন কর্মসূচি হাতে নেই। তারই বাস্তবায়নে ও সবুজ ধামইরহাট গড়তে শিব্বাটি সকরারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তায় প্রায় ৩ কিলোমিটার রাস্তা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রোপন করা হয়েছে, এছাড়াও শালুককুড়ি গ্রামের রাস্তা, চকতিলন গ্রামের রাস্তা, শিব্বাটি স্কুলের রাস্তা, সুন্দরা রাস্তা, মালাহারের রাস্তা সহ মালাহার মাদরাসায় ওইসব চারা রোপন করা হয়েছে।”