গত ৪৮ ঘন্টার মধ্যে বাংলাদেশে যে ঘটনা গুলো ঘটেছে তা কিসের ইঙ্গিত বহন করছে। বাংলাদেশের উপর আমেরিকা, চীন, পাকিস্তানের প্রভাব কে খর্ব করে নিজের প্রভাব কে ধিরে ধিরে বিস্তারিত করছে ভারত সরকার।
১) বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সরাসরি কথাবার্তা বলছেন ভারতের সেনাবাহিনী কে আশ্বস্ত করে বলেছেন, ভারতের সমস্ত সম্পদ সুরক্ষিত রাখার কথা। ভারতবিরোধী কট্টরপন্থী নেতা শরীফ ওসমান হাদীর মৃত্যুর পর অস্থিরতা বাড়তে থাকায় দুই দেশের সেনাবাহিনী নিয়মিত যোগাযোগ রাখছে। বাংলাদেশের জিহাদিরা যতই উস্কানীমূলক কথাবার্তা বলুক না কেন সেই দেশের সেনাবাহিনী কিন্তু যথেষ্ট সহযোগিতা করে চলেছে ভারতের সাথে এই সময়। এতো টুকু সংবাদমাধ্যমের খবর, আরো কি কি কথা হয়েছে তা আমরা কেউ জানতে পারবো না কোন দিন।
২) দিপু চন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ডের পর বাংলাদেশের পুলিশ যে ভাবে সক্রিয় হয়ে সাংবাদিক সন্মেলন করে বলেছেন যে দিপু দাস কে পরিকল্পনা অনুযায়ী হত্যা করা হয়েছে এবং দিপু কোন রকম ইসলাম ধর্ম অবমাননাকর মন্তব্য করে নি, তা কিন্তু আগে কোন হিন্দু হত্যার ক্ষেত্রে দেখা যায় নি, অন্ততপক্ষে আমার মনে পড়ছে না। কি কারণে দিপু কে গুজব রটিয়ে খুন করা হয়েছে তা পরিস্কার করে বলে দিয়েছে আজ পুলিশ।
৩) বাংলাদেশে যদি নির্বাচন হয় তাহলে বিএনপির আসার সম্ভবনাই বেশী বলছেন বিশেষজ্ঞরা। বিএনপি কে আমরা ভারত বিরধী বলেই জানি কিন্তু বিএনপির দীর্ঘ দিনের নেত্রী নিলোফার আজ বলেছেন, যে হাদি কে মেরেছে সে কুখ্যাত শিশির মুনির, এই শিশির মুনির দুই বার গ্রেফতার হয়েছিল কিন্তু ইউনূসের সরকার এবং জামাতের নেতারা তাকে জেল থেকে মুক্ত করিয়ে দিয়েছে। ঘটনার ইংগিত ; ইচ্ছে করেই শিশির মুনির কে কারাগারে থেকে মুক্ত করা হয়েছে হাদি কে খুন করানোর জন্যে। হাদি কে খুনের জন্য ভারতের দায়ভার থেকে মুক্ত করে নেত্রী নিলোফার উল্টে ইউনূসের এবং জামাতের উপর দায় চাপিয়ে দিয়েছেন। হাদি হত্যা এবং পরবর্তী সময় বাংলাদেশের এই অস্থির পরিস্থিতির জন্য পুরপুরি দোষ ইউনূস আর জামাত কে দিয়েছে কিন্তু ভারত সম্পর্কে কোন কথা বলে নি। এখনকার বিএনপির কথাবার্তা দেখে মনে হচ্ছে তাদের ভারত বিদ্বেষ অনেক কমে গেছে।