13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

দুই বছর পর কবরে পাওয়া যায়নি লাশ

admin
May 8, 2017 1:17 pm
Link Copied!

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় ২বছর পর কবর থেকে লাশ উত্তোলন করার সময় পাওয়া যায়নি আলহাজ্ব ওফাজদ্দিন মাতুব্বারের লাশ। সোমবার সকাল ১১ টায় উপজেলার আটঘর ইউনিয়নের খোয়াড় গ্রামের কবরস্থানে তার লাশ উত্তোলনের সময় এ ঘটনা ঘটে।

জানা যায়, গত ১৫ ইং সালের ৭ নভেম্বার খোয়াড় গ্রামের মৃত আব্বাছ মাতুব্বারের ছেলে আলহাজ্ব মোঃ ওফাজদ্দিন মাতুব্বার (৬০) তার নিজ বাড়িতে মারা যায়। তাকে খোয়াড় গ্রামের কবরস্থানে দাফন করা হয়। ওফাজদ্দিনের কোন সন্তান না থাকায় তার ভাতিজি সোনাই ওরফে মইফুল বাদী হয়ে সালথা থানায় একটি পিটিশন দায়ের করেন। যাহার নং-সালথা এম.পি ০৫/২০১৭ । তার পিটিশনের ভিত্তিতে ফরিদপুর বিজ্ঞ আদালত ময়না তদন্তের জন্য কবর থেকে লাশ উত্তোলনের নির্দেশ দেন।

আদালতের নির্দেশে সোমবার সকাল ১১টায় খোয়াড় কবরস্থান থেকে ওফাজদ্দিনের লাশ উত্তোলন করার জন্য উপস্থিত ছিলেন, ফরিদপুরের সহকারী ভূমি কমিশনার ও বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট মো. মতিউর রহমান খান, সালথা থানার অফিসার ইনচার্জ একেএম আমিনুল হক। এসময় কবর খুড়ে ওফাজদ্দিনের লাশ পাওয়া যায়নি বলে  মামলার উপ-পরিদর্শক এস.আই মো. রুবেল আহম্মেদ সাংবাদিকদের জানিয়েছেন ।

http://www.anandalokfoundation.com/