তানভীর আহমেদ রিমন, লক্ষ্মীপুর : সম্প্রতি লক্ষ্মীপুরের মান্দারীতে দলীয় ভুল বুঝাবুঝির কারনে সড়ক দূর্ঘটনায় ৬ জন নিহতদের পরিবারে বেঁচে আছেন সিরাজ ‘ এই লেখা গুলো চন্দ্রগঞ্জ থানা এলাকাসহ জেলার বিভিন্ন স্থানে লাগানো ব্যানার , ফেস্টুন ও স্টিকারে দেখা যায়।
ব্যানারে আরও দেখা যায় সিরাজুল ইসলাম বর্তমানে চন্দ্রগঞ্জ ইউনিয়ন আ.লীগের দপ্তর সম্পাদকের দায়িত্বে রয়েছেন এবং আসন্ন চন্দ্রগঞ্জ থানা আ.লীগের সাধারন সম্পাদক পদপ্রার্থী। ব্যানারের এই লেখা গুলো চোখে পড়ে রাস্তায় চলাফেরা করা পথচারীদের চোখে। সবার প্রশ্ন, দলীয় ভুল বুঝাবুঝিতে কিভাবে সড়ক দূর্ঘটনা হয়? প্রশ্নের উত্তর জানতে কথা হয় আ.লীগ নেতা সিরাজের সাথে। তিনি বলেন, গত বছর দেওয়ান শাহ মেলায় ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে মনোমালিন্য হয়।
একপর্যায়ে সেখানে হাতাহাতি হয়। হাতাহাতিতে আমার ভাগিনা অন্তর আহত হয়। আহত অবস্থায় তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করানো হলে পরের দিন সকালে আমার বোন, বোনের স্বামী, আমার মা সহ পরিবারের আরও ৩ জন অন্তরকে হাসপাতালে দেখতে যাওয়ার পথে মান্দারীতে মালবাহী ট্রাক এবং সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তারা মারা যায়।
ব্যানারে এসব কিছু লেখার কারন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমি ১০ বছর যাবত ইউনিয়ন আ.লীগের প্রচার সম্পাদক ছিলাম, বর্তমানে দপ্তর সম্পাদকের দায়িত্বে আছি। আমি কোন মামলা করি নাই মূলত দলকে বাচানোর জন্য কিন্তু দলের কাছে আমার একটা চাওয়া পাওয়া আছে। এই কারনেই এই লেখাগুলো এভাবে লেখা। তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন সচিবের সাথে কথা বলেই আমি এগুলো লিখি। এই বিষয়ে ইউনিয়ন আ.লীগের সভাপতি নুরুল আমিন জানায়, রাজনৈতিক প্রতিহিংসার জন্য আমরা জানি সারাদেশে ছোট খাটো কোননা কোন ঘটনা ঘটে। দেশে সড়ক দূর্ঘটনা চলমান। দলীয় পদ পাওয়ার জন্যই মূলত সিরাজের এমন ব্যানার ফেস্টুন।
ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক কাজী সোলাইমান জানান, চন্দ্রগঞ্জ ইউনিয়ন আ.লীগের মধ্যে কোন দন্ধ নেই। আমরা জানি সড়ক দূর্ঘটনায় গত বছর ৬ জন মানুষ মারা গেছে। দলীয় কারনে কোন সড়ক দূর্ঘটনার ব্যপারে আমার জানা নেই। লক্ষ্মীপুর জেলা দুর্নীতি দমন কমিশনের সভাপতি এম ছাবির আহম্মেদ বলেন, যে এই কথা গুলো লিখেছে সে একটা বোকা ও উন্মাদ। রাজনৈতিক প্রতিহিংসার কারনে কোন সড়ক দূর্ঘটনা হতে পারেনা।
সদর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম চৌধুরী বলেন, এটাতো সাধারণ জ্ঞানের কথা, রাজনীতির সাথে সড়ক দূর্ঘটনার কোন সম্পর্ক নেই। দলীয় সম্মান ক্ষুন্ন করে সে যে ব্যনার ফেস্টুন দিয়েছে সে ব্যপারে জেলা আ.লীগের সভাপতি, সাধারণ সম্পাদকের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নিব। জনমনের এমন প্রশ্নের উত্তর জানতে কথা হয় কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ সরকার মো.জোবায়েদ আলীর সাথে, তিনি জানান এটাতো সাধারণ মানুষ ও বুঝার কথা রাজনৈতিক ভুল বুঝাবুঝির কারনে সড়ক দূর্ঘটনা হতে পারেনা।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসীম উদ্দীন বলেন, দলীয় ভুল বুঝাবুঝিতে সড়ক দূর্ঘটনা কখনোই হতে পারেনা। আমি যতটুকু জানি চালকের অদক্ষতার কারনেই সেদিন দূর্ঘটনাটি ঘটে।