13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের সেবায়েতের স্মরণ সভা অনুষ্ঠিত

admin
March 10, 2017 10:49 pm
Link Copied!

বিশেষ প্রতিবেদকঃ রাজধানী ঢাকার ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের সেবায়েতের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১০ মার্চ ২০১৭ শুক্রবার বিকেল ৩টায় শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে তাঁর স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

মহানগর সার্বজনীন পূজা কমিটি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের যৌথ উদ্যোগে স্মরণসভায় সভাপতিত্ব করেন মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি ডি. এন. চ্যাটার্জী।

অনুষ্ঠান পরিচালনা করেন মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শ্যামল কুমার রায়। বক্তব্য রাখেন জগদ্বন্ধু মহাপ্রকাশ মঠের শ্রীমৎ কান্তি বন্ধু ব্রহ্মচারী, রামকৃষ্ণ মঠ ও মিশনের স্বামী গুরুসেবানন্দ, ইসকন বাংলাদেশের রূপানুগ ব্রহ্মচারী,  প্রয়াত সেবায়েত প্রদীপ চক্রবর্তীর স্ত্রী রীতা চক্রবর্তী, শ্রী কাজল দেবনাথ, অ্যাড. সুব্রত চৌধুরী, অ্যাড. তাপস কুমার পাল, জে. এল. ভৌমিক, মনীন্দ্র কুমার নাথ, জয়ন্ত কুমার দেব, নির্মল কুমার চ্যাটার্জী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, সাংবাদিক রাহুল রাহা, অনুপম রায়, পূরবী মজুমদার, অধ্যাপক হীরেন বিশ্বাস, বীরেশ সাহা, রাজকুমার দাশপ্রমূখ।

বক্তারা বলেন, বাংলাদেশের ’৭৫ পরবর্তী ভূমিদস্যুরা কালাকাননের বিভিন্নভাবে সেবায়েতদের বিতারিত করে মন্দিরের সম্পত্তি জবর দখল করেছে। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরও বিভিন্ন সময়ে  সাম্প্রদায়িক অপশক্তি দ্বারা মন্দির লুণ্ঠন ও ভাংচুর করা হয়েছে। প্রয়াত প্রদীপ চক্রবর্তী সমস্ত নির্যাতন -নিপীড়ন সৈয্য করেও মন্দিরের স্বার্থে কাজ করে গিয়েছিলেন। তাঁর অবদান বাংলাদেশের সনাতনী সম্প্রদায় চিরদিন স্মরণ করবে।

উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি ২০১৭, রবিবার শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের সেবায়েত ও বিশিষ্ট ধর্মীয় চিন্তাবিদ প্রদীপ কুমার চক্রবর্তী(বাবুল) পরলোকগমন করেছেন (দিব্যান্ লোকান্ স গচ্ছতু)।

http://www.anandalokfoundation.com/