13yercelebration
ঢাকা
শিরোনাম

জিআই হিসেবে স্বীকৃতি প্রদানের পাশাপাশি পণ্যের গুণগত মানের দিকে নজর দিতে হবে -শিল্পমন্ত্রী

ইউএস স্টেট ডিপার্টমেন্টের বাংলাদেশ ২০২৩ হিউম্যান রাইটস রিপোর্ট

দেশকে এগিয়ে নিতে কৃষির সকল স্তরে উন্নত প্রযুক্তির ব্যবহার অপরিহার্য -স্থানীয় সরকার মন্ত্রী

শুধু চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হয়ে তরুণদের জন্য চাকরির ক্ষেত্র তৈরি করবে -স্বাস্থ্য মন্ত্রী

তাপদাহ না কমলে শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে তিন বিকল্প ভাবছে নীতি নির্ধারণী

সাতক্ষীরায় টিটিসিতে ৭৫ দিন মেয়াদী দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের মতবিনিময় ও সমাপনী অনুষ্ঠিত 

নোয়াখালীতে বৃষ্টির প্রার্থনায় ইসতিসকার নামাজ আদায়   

আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ১৮ বিচারপতির শ্রদ্ধা নিবেদন

admin
July 7, 2018 12:23 am
Link Copied!

গোপালগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন হাইকোর্ট বিভাগের নবনিযুক্ত ১৮ বিচারপতি। শুক্রবার দুপুরে তারা টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর তারা বঙ্গবন্ধুর কবর জিয়ারত করেন এবং তার আত্মার শান্তি কামনায় পবিত্র ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাত করেন।

এসময় নবনিযুক্ত বিচারপতি মোঃ আবু আহমেদ জমাদার, এএসএম আব্দুল মোবিন, মোঃ মোস্তাফিজুর রহমান, ফাতেমা নজীব, মোঃ কামরুল হোসেন মোল্লা, এসএম কুদ্দুস জামান, মোঃ আতোয়ার রহমান, খিজির হায়াত, শশাংক শেখর সরকার, মোহাম্মদ আলী, মহিউদ্দিন শামীম, মোঃ রিয়াজ উদ্দিন খান, মোঃ খায়রুল আলম, এসএম মনিরুজ্জামান, আহম্মেদ সোহেল, সরদার মোঃ রাশেদ জাহাঙ্গীর, খোন্দকার দিলীরুজ্জামান, ড. কে. এম. হাফিজুল আলমসহ হাইকোর্টের পদস্থ কর্মকর্তারা মোনাজাতে অংশ নেন।

দুদক কমিশনারের শ্রদ্ধা নিবেদন

বিকেল পৌনে তিনটার দিকে জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন নবনিযুক্ত দুদক কমিশনার ড. মোঃ মোজাম্মেল হক খান। এরপর তিনি সেখানে ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাত শেষে বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লেখেন। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার ও পুলিশ সুপার সাইদ-উর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন।

১৮ জিটিসিএল নেতৃবৃন্দের শ্রদ্ধা

বিকেল তিনটায় জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের নবনির্বাচিত নবম কার্যনির্বাহী পরিষদ নেতৃবৃন্দ। পরিষদের সভাপতি প্রকৌশলী মোঃ মফিজুর রহমান ও সাধারণ সম্পাদক কেএম আবদুস সবুরের নেতৃত্বে নেতৃবৃন্দ জাতির পিতার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন এবং বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করেন। পরে তারা বঙ্গবন্ধু মাজার কমপ্লেক্স ঘুরে দেখেন।

এছাড়াও এদিন জাতির জনককে শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়ায় যান কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দ আহম্মদ ও এলজিইডির প্রধান প্রকৌশলী আবুল কালাম আজাদ। তারা পৃথকভাবে ফুল দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

http://www.anandalokfoundation.com/